ফেভারিটের চাপ স্বাদরে গ্রহণ করছেন মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ, প্রত্যাশাও অনেক বেশি। তাই চাপটাও দ্বিগুণ, কিন্তু এই চাপকে স্বাদরে গ্রহণ করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড। ঘরের মাঠে এক কথায় অপ্রতিরোধ্য বলা চলে তাদের। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তার প্রমাণ মিলেছে। ২০১৫ বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে আমূল পরিবর্তন আনা ইংল্যান্ড এই বিশ্বকাপের অন্যতম দাবীদার। তবে নিজে??ের ওপর এই চাপকে যথার্থ মনে করছেন মরগান,

'আমরা দলীয়ভাবে এ নিয়ে আলাপ করেছি। চাপের কারণ হলো আমাদের নিয়ে প্রত্যাশার মাত্রা অনেক বেশি এবং আমরা ফেভারিট থাকছি। গত দুই বছর যাবত আমরা ঘরের মাঠে দারুণ ক্রিকেট খেলেছি, তাই আমাদের উপর চাওয়াটাও বেশি।
শেষ বিশ্বকাপে আমিসহ আরও কয়েকজন খেলেছে, আমরা সেবার স্বল্প আশা নিয়ে গিয়েছিলাম এবং ভালো কিছু করতে পারিনি। কিন্তু এবার আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমরা আমাদের নিজেদের খেলা নিয়ে বিশ্বাসী।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের মিশন শুরু করবে ইংলিশরা। ব্যাটে বলে দারুণ ফর্মে থাকা দলটির একমাত্র লক্ষ্য শিরোপা। প্রথম ম্যাচেই প্রোটিয়াদের হারাতে মুখিয়ে আছে তারা। ইংলিশ দলপতি বলছিলেন,
'বিশ্বকাপ কিংবা অ্যাশেজের প্রথম খেলা সব সময় অন্যরকম এবং এটা স্বাভাবিক। এর সাথে মানিয়ে নেয়া একটি চ্যালেঞ্জ কিন্তু আমরা সামনের দিকে চেয়ে আছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোন মূল্যে জয় ছিনিয়ে নিতে চাই।'