কোন দলই ছোট নয়ঃ মরগান

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান মনে করেন, আসন্ন এই বিশ্বকাপে কোন দলই ছোট নয়, সেরা দলগুলোই জায়গা করে নিয়েছে এই টুর্নামেন্টে।
দশ দলের এই টুর্নামেন্টে সব দলকেই সমান দৃষ্টিতে দেখছেন তিনি। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে সব দলকেই পরস্পরের বিপক্ষে লড়াই করতে হবে। প্রতি ম্যাচেই নিজেদের সেরা পারফর্মেন্সটা দিয়ে জয় ছিনিয়ে নিতে হবে।

সেমিফাইনালে জায়গা পেতে কমপক্ষে পাঁচটি ম্যাচ জিততে হবে দলগুলোকে। এমন টুর্নামেন্টে লড়াই করতে মুখিয়ে আছেন ইংলিশ দলপতি মরগান। তিনি বলেন,
'আমি মনে করি না কেউ কারো মাথা ছাড়িয়ে আছে এখানে। এটা ১০ দলের বিশ্বকাপ, বিশ্বের সেরা ১০টি দল খেলছে। আসরটা প্রচণ্ড প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে। আশা করছি খুব ভালো ক্রিকেট হবে বিশ্বকাপে। খেলতে নামার জন্য খুবই মুখিয়ে আছি।'
ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার কারণে বাকি দলগুলোর তুলনায় বাড়তি সুবিধা পাবে ইংল্যান্ড দল। দীর্ঘদিন ধরে বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণ করেছে ইংল্যান্ড দল, জানিয়েছেন মরগান,
'স্বাগতিক হিসেবে একটা সুবিধা তো আছেই! আমরা বেশিদিন নিজেদের বাসায় থাকতে পেরেছি, নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছি। অনেক দিন ধরেই আমরা এই বিশ্বকাপের প্রস্তুতিটা নিয়েছি।'