বড় জয় দিয়ে আইপিএল শেষ করল মুস্তাফিজের দিল্লি

ফ্র্যাঞ্চাইজি লিগ
বড় জয় দিয়ে আইপিএল শেষ করল মুস্তাফিজের দিল্লি
উইকেট নেয়ার পর মুস্তাফিজুর রহমান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টানা চার ম্যাচ জিতে এবারের আইপিএল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হচ্ছিল তারাই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে। তবে এমনটা হয়নি। টুর্নামেন্টের মাঝ পথে টানা ব্যর্থতার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।

যদিও নিজেদের শেষ ম্যাচে তারা পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে দিল্লি। হাফ সেঞ্চুরি তুলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সামির রিজভি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে লোকেশ রাহুল ও ফাফ ডু প্লেসি মিলে তোলেন ৫৫ রান। রাহুল আউট হয়েছেন ২১ বলে ৩৫ রান করে। খানিক বাদে ডু প্লেসি ফিরে যান ১৫ বলে ২৩ রান করে।

এরপর করুন নায়ার ও সেদিকউল্লাহ অটল মিলে তৃতীয় উইকেটে গড়েন ২৮ রানের জুটি। সেদিকউল্লাহ ফিরেছেন ১৬ বলে ২২ রান করে। চতুর্থ উইকেটে করুন ও সামির তোলেন ৬২ রান। করুন ফিরেছেন ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে।

এরপর আর দিল্লিকে উইকেট হারাতে দেননি সামির। তিনি ২৫ বলে ৫৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৪ বলে ১৮ রান করে শেষ পর্যন্ত ছিলেন ট্রিস্টিয়ান স্টাবস। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন হারপ্রীত ব্রার। আর একটি করে উইকেট পান মার্কো জানসেন ও প্রবিন দুবে।

এর আগে এই ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের ওপর ঝড় বইয়ে দেয় পাঞ্জাব। মুস্তাফিজুর রহমান ছাড়া বাকি চার বোলারই ৯ এর উপরে দিয়েছেন ওভারপ্রতি। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

এ ছাড়া মার্কাস স্টইনিস অপরাজিত ছিলেন ১৬ বলে ৪৪ রানের ক্যামিও খেলে। দিল্লির হয়ে একাই ৩ উইকেট নেন মুস্তাফিজ। চার ওভারে তিনি খরচ করেন মাত্র ৩৩ রান। দুটি করে উইকেট নেন ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব। একটি উইকেট যায় মুকেশ কুমারের ঝুলিতে।

আরো পড়ুন: মুস্তাফিজুর রহমান