promotional_ad

পঞ্চপাণ্ডবের ছায়া থেকে বেরিয়ে আসছে বাংলাদেশঃ রোডস

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের পর বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে যথেষ্ট আশাবাদী প্রধান কোচ স্টিভ রোডস। দলে থাকা তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত পারফর্মেন্সে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ কিংবা মুশফিকদের ছায়া থেকে বের হয়ে আসছে বাংলাদেশ দল, বিশ্বাস রোডসের।


ফাইনালে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন সৈকতরা। সৌম্য ৪১ বলে ৬৬ রান করে আউট হলেও ২৭ বলে ৫২রানের ক্যামিওতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক। তরুণদের এমন পারফর্মেন্স নতুন দিগন্তের আলো দেখাচ্ছে রোডসকে।


promotional_ad

'আপনি যদি মোসাদ্দেককে একটি উদাহরণ হিসেবে দেখেন, সে কিন্তু প্রত্যেককে নতজানু হতে এখন বাধ্য করতে যাচ্ছে। স্কোয়াডের গভীরতা এটাই যে সে হয়তো নাও খেলতে পারে এবং তাই যদি হয় তাহলেও আমরা ভালো অবস্থানে থাকতে পারবো (অন্যান্যদের পারফর্মেন্সে), কেননা আরও ভালো খেলোয়াড়েরা দলে রয়েছে।'


শুধু ফাইনালেই নয়, সম্পূর্ণ সিরিজ জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন সৌম্য। তিন ম্যাচ খেলা এই ক্রিকেটার টানা তিনটিতেই হাঁকিয়েছেন অর্ধশতক। বল হাতে প্রতিভা দেখিয়েছেন ত্রিদেশীয় সিরিজে অভিষেক হওয়া আবু জায়েদ রাহি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি।


পঞ্চপান্ডবের নির্ভরশীলতা বেরিয়ে আসছে বাংলাদেশ দল। এতেই বাংলাদেশ দল আরও বেশি শক্তিশালী হবে বলে বিশ্বাস করেন এই ইংলিশ ম্যান। তাঁর ভাষ্যমতে, 'এর মানে এটাই যে বাংলাদেশের দলের স্কোয়াড দিন দিন শক্তিশালী হচ্ছে এবং স্কোয়াডের এই গভীরতাটাই আমরা চাইছি। সেটি যদি আমরা অর্জন করতে পারি তাহলে মানুষ পঞ্চপান্ডবকে নিয়ে কথা বলা থামিয়ে দিবে। এর মানে এদের কেউ না থাকলেও আমরা শক্তিশালী দল।'


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২১০ রানের লক্ষ্যও যেভাবে তাড়া করেছে বাংলাদেশ তাতে করে আত্মবিশ্বাসের পারদটি অনেকটাই উঁচুতে উঠে গিয়েছে তাদের। এই দলটি এখন আর কোনও বড় লক্ষ্যেই ভীত হবার নয়, বিশ্বাস টাইগারদের কোচ রোডসের। তাঁর ভাষায়,  


'এটি আমাদেরকে আত্মবিশ্বাসের যোগান দিচ্ছে যে আমরা বড় ম্যাচও জিততে সক্ষম। আমরা সেদিন দারুণভাবে রান তাড়া করেছি। এটি ছিল অনেক কঠিন এবং আমাদের দলে দুই থেকে তিনজন ছেলে ছিল যারা স্পেশাল ইনিংস খেলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball