মৃত্যুবরণ করলেন ক্রিকেটের 'পাইপ ম্যান'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন উইন্ডিজ দলের পাড় সমর্থক কেইথ ভান অ্যান্ডারসন, যিনি বিশ্ব ক্রিকেটে এক নামে পাইপ ম্যান হিসেবে খ্যাত। ৬৭ বছর বয়সী এই সমর্থকের মৃত্যুতে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিএসই) পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
উইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে বড় সমর্থক ছিলেন অ্যান্ডারসন। তাঁর ওপারে চলে যাওয়ায় বিশ্ব ক্রিকেট অনেক বড় মিত্রকে হারিয়েছে, বিশ্বাস সিএসই এর সভাপতি রিকি স্কেরিথের। এক বিবৃতিতে তিনি জানান,

'উইন্ডিজের পাড় সমর্থক কেইথ ভান অ্যান্ডারসনের মৃত্যুতে আমরা অনেক শোকাহত। যাকে আমরা পাইপ ম্যান হিসেবে চিনি। বিশ্ব ক্রিকেট অনেক বড় একজন বন্ধুকে হারিয়েছে এবং উইন্ডিজ দল হারিয়েছেন সবচেয়ে বড় সমর্থক। পাইপ ম্যানকে সবাই মনে রাখবে যারা তাঁকে চিনে।'
গায়ানায় জন্ম গ্রহণ করেছিলেন পাইপ ম্যান অ্যান্ডারসন। কিন্তু ১৩ বছর বয়স থেকে ব্রিটেনে বসবাস শুরু করেন তিনি। কিন্তু দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসার কমতি ছিল না তাঁর।
বিশ্বের সবচেয়ে পুরনো ক্লাব মেরিলিবন ক্রিকেট ক্লাবের সদস্য ছিলেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে পরিচিত দর্শক ছিলেন তিনি। ১৯৭৩ সাল থেকে লর্ডসে হওয়া সবগুলো টেস্টের দর্শক ছিলেন অ্যান্ডারসন।