অস্ট্রেলিয়াকে সিরিজ জেতালেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং শৈলীতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। যদিও আলোক স্বল্পতার দরুন ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটির ফলাফল নির্ণয় করা হয়েছে। এ জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে অজিরা।
অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটের এ জয়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন স্মিথ। নিউজিল্যান্ডের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০৮ বলে দশ চারে ৯১ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। গত ম্যাচেও রান পেয়েছিলেন তিনি। খেলেছিলেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। যদিও ম্যাচটি পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া।
স্মিথের ব্যাট হাসলেও ডেভিড ওয়ার্নারের ব্যাট কথাই বলছে না। পরপর দুটি ওয়ানডেতে দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি তিনি। গত ম্যাচে শূন্য রানের পর শুক্রবারের এই ম্যাচে মাত্র ৬ রানে আউট হয়েছেন তিনি।
গত ম্যাচে পাঁচে ব্যাটিংয়ে নামলেও এ ম্যাচে তিনে ব্যাটিং করেছেন স্মিথ। ওপেনারের দায়িত্বে ছিলেন ওয়ার্নার এবং উসমান খাওয়াজা। ব্যাট হাতে দলকে ২৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন খাওয়াজা। নিজের ইনিংস বড় করতে পারেননি চারে নামা শন মার্শও। ৩২ রান করে ফিরেছিলেন তিনি।
পাঁচ নম্বরে নেমে মাত্র ১৫ রান করেই ফিরেছেন মার্কাস স্টইনিস। এরপর দলের হাল ধরেন স্মিথ এবং ম্যাক্সওয়েল। দুজনে গড়েন ৯৬ রানের জুটি। ৪৮ বলে ৬ চার ৩ ছয়ে ৭০ রানের ইনিংস খেলে আউট হলে দুইজনের জুটি ভাঙ্গে।

দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিকে নিয়ে লক্ষ্যের দিকে এগুতে থাকেন। কিন্তু আলোক সল্পতার কারণে শেষ পর্যন্ত খেলা বন্দ করতে বাধ্য হন আম্পায়াররা। পরবর্তীতে খেলা না মাঠে গড়ালে অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।
এ দিন বল হাতে নিউজিল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নিয়েছিলেন দলের দুই পেসার ম্যাট হেনরি এবং জিমি নিশাম। একটি উইকেট পেয়েছেন স্পিনার উইলিয়াম সমারভিল।
বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নেয়া এই সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড। তরুণ ক্রিকেটার উইল ইয়ংয়ের দুর্দান্ত শতকে ২৮৬ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।
তিনে নামা এই ব্যাটসম্যান ১০৮ বলে ১৩ চার ৩ ছয়ে ১১১ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া জর্জ ওয়ার্কার ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। দলের হয়ে আর কেউ অর্ধশতকের ঘর পার করতে সক্ষম হয়নি।
নিউজিল্যান্ডের মিডেল অর্ডারে ফাটল ধরান মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। তাঁদের বোলিংয়ে কিউই অধিনায়ক টম লাথাম আউট হয়েছেন মাত্র ৩ রানে। নিশাম খেলেছিলেন ২৭ বলে ৩৯ রানের ইনিংস। শেষের দিকে এসে হেনরির ১৪ এবং সমাভিলের ১৮ রানে লড়াই করার পুঁজি পায় নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করে একাই চার উইকেট নিয়েছেন কামিন্স, খরচ করেছেন মাত্র ৩২ রান। এছাড়া জাম্পা, স্টইনিস নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২৮৬/৯, ওভারঃ ৫০
ইয়ং ১১১, ওয়ার্কার ৫৯; কামিন্স ৪/৩২, জাম্পা ২/৭৬
অস্ট্রেলিয়াঃ ২৪৮/৫, ওভারঃ ৪৪
স্মিথ ৯১*, ম্যাক্সওয়েল ৭০; হেনরি ২/৪০, নিশাম ২/৪৫