promotional_ad

ঘরে ফিরছেন পোলার্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দলে যোগ দিয়েছেন উইন্ডিজ তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ঘরের দল ত্রিনবাগো নাইট রাইডার্স মার্কি প্লেয়ার হিসেবে তাঁকে দলে ভিড়িয়েছে। সিপিএলের আগামী আসরে নাইট রাইডার্সের হয়ে খেলবেন ত্রিনিদাদ এবং টোবাগোর এই ক্রিকেটার।


প্রথমবারের মতো পোলার্ডকে দলে পেয়ে বেশ উৎফুল্ল দলটি, জানিয়েছেন দলের পরিচালক ভেঙ্কি মাইশরি। প্রদেশটির বাকি ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর সর্বাত্মক চেষ্টায় রয়েছে নাইট রাইডার্স। 


promotional_ad

'পোলার্ডকে ঘরে ফিরে পেয়ে আনন্দিত আমরা, ত্রিনিদাদের ছেলে ঘরে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমরা দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে আছি যখন সেপ্টেম্বরের ৪ তারিখ আমাদের উদ্বোধনী ম্যাচে তারা পোলার্ডকে মাঠে নামতে দেখবে,' বলেছেন ভেঙ্কি মাইশরি।


২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিপিএলে বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলেছেন পোলার্ড। ২০১৮ সালের সিপিএলে সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার ঘরের দলের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবিয়।


৪৭৪ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে পোলার্ডের। ১৫০ স্ট্রাইক রেটে ছয় হাজারেরও বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। বল হাতে ২৬১ উইকেট নিয়েছেন তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এই তারকা অলরাউন্ডার।


ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে তাঁর ঘরের দল জ্যামাইকা তালাওয়াহস মার্কি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। এর আগে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছিলেন গেইল।


আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএলের এবারের আসর। অক্টোবরের ৮ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball