promotional_ad

মুস্তাফিজের পাশে সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের আগে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ছন্নছাড়া বোলিং যেন বাংলাদেশের জন্য অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের বোলিং লাইন আপের এই ভরসাকে নিয়ে মোটেও চিন্তিত নন দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। উল্টো মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন তিনি।


নিউজিল্যান্ড সফরের শেষ ওয়ানডে ম্যাচে ডানেডিনে বল হাতে একেবারেই নিস্প্রভ ছিলেন এই বাঁহাতি। নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং সেই ম্যাচে করেছিলেন তিনি। ৯.৩০ ইকোনমিতে দিয়েছন ৯৩ রান, যদিও দুই উইকেট পেয়েছিলেন তিনি।


promotional_ad

সেই ধারাবাহিকতা ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষেও ধরে রেখেছিলেন তিনি। দশ ওভার হাত ঘুরিয়ে ৮৪ রানের বিনিময়ে নিয়েছিলেন দুই উইকেট, যা ছিল তাঁর দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং।


টানা দুই ম্যাচে মুস্তাফিজের এমন বোলিং স্বভাবতই চিন্তায় ফেলছে সকলকে। তবে সাকিব দেখছেন ভিন্ন চোখে। বল হাতে যে পরিস্থিতিতে মুস্তাফিজ আক্রমণে আসেন সেই সময় রান দেওয়াটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-টুয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।


'শুধু তো ওর রান দেওয়াটা দেখলে হবে না, ও কোথায় বোলিং করছে সেটাও দেখতে হবে। ওইরকম সময়ে (ডেথে) বোলিং করলে যে কেউ ৩০-৪০ রান দিতে পারে,' বলেছিলেন সাকিব।


আয়ারল্যান্ডের বিপক্ষেও সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। নিজেকে আবারও প্রমাণ করবেন তিনি, চাওয়া সকলের। বাংলাদেশ সময় বিকাল ৩ঃ৪৫ মিনিটে ম্যালাহাইডে সিরিজে দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball