প্রস্তুত উইলিয়ামসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দ্রাবাদের হয়ে মাঠে নামতে সম্পূর্ণ ফিট দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাঠে উইলিয়ামসনকে পাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, নিশ্চিত করছেন হায়দ্রাবাদের কোচ টম মুডি।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেশির ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন। ইনজুরি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ইনজুরি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে বিশ্রামে থাকতে হয়েছে হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ককে।

বর্তমানে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। টুইটারের পাতায় হায়দ্রাবাদ কোচ টম মুডি লিখেছেন, 'হ্যাঁ, কেন (উইলিয়ামসন) আমাদের পরবর্তী ম্যাচের জন্য ফিট।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর। উইলিয়ামসনকে ছাড়াই জয়ের ধারায় ছিল হায়দ্রাবাদ। দুর্দান্ত ফর্মে আছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি এবং রাশিদ খান রয়েছেন দারুণ ফর্মে।
কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পরপর দুই ম্যাচে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় উইলিয়ামসনকে একাদশে ভেড়াতে চাচ্ছে হায়দ্রাবাদ।
এদিকে পেসার খলিল আহমেদকেও দিল্লির বিপক্ষে মাঠে নামাতে পারে হায়দ্রাবাদ, ইঙ্গিত দিয়েছেন মুডি।