আয়ারল্যান্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে বিসিবি
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের আসন্ন সিরিজ গুলোর কঠোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিশ্চিত করছে। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জাতীয় দলের নিরাপত্তা ইস্যুতে ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন।
মে মাসের ৭ তারিখ থেকে বাংলাদেশ, উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগের দিন ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর শেষ টেস্টটি না খেলেই দেশে ফিরতে হয় সন্ত্রাসী হামলা স্বচক্ষে দেখা বাংলাদেশি ক্রিকেটারদের।
অল্পের অন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন সিরিজে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে বিসিবি। নিজামউদ্দিনের ভাষায়,
‘আমরা বিস্তর নিরাপত্তা পরিকল্পনা চেয়েছি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে। পরিকল্পনা হাতে পাওয়ার পর আমরা বিবেচনা করব। আমরা দেখার পর যদি মনে করি কিছু জিনিস যোগ করা দরকার, তাহলে সেটা আমরা করব।‘
বাংলাদেশ দলের ক্রিকেটাররা ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত হয়ে দেশে ফিরেছে ক্রিকেটাররা। জাতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের অন্যতম এজেন্ডা। তবে বিদেশ সফরে নিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্বভার স্বাগতিক দেশকেই সামলাতে হবে।
‘নিউজিল্যান্ডে যা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। তবে আমরা বিশ্বাস করি, স্বাগতিক দেশই ভালো জানবে, কেমন নিরাপত্তা ব্যবস্থা হওয়া উচিত,’ বলেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।