promotional_ad

২০২০'এ ফের নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী ২০২০ সালে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।


আগামী বছরের আগস্টে নিউজিল্যান্ড সফরে সূচি হয়েছে ফিউচার ট্যুর প্রোগ্রামে। কিন্তু ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার পর স্বভাবতই অনিশ্চয়তায় বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। তবে বাংলাদেশ দলকে আবারও নিউজিল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের ক্রীড়া মন্ত্রী গ্র্যান্ট রবার্টসন। তাঁর বিশ্বাস, সন্ত্রাসী হামলায় নষ্ট হবে না বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দীর্ঘ দিনের সম্পর্ক।


promotional_ad

'আমি আশা করছি সময়ের সাথে সাথে ক্রিকেটার এবং সমর্থকরা নিউজিল্যান্ডে আসতে নিরাপদ অনুভব করবে। আমার বিশ্বাস তারা জানে তাদেরকে সাদরে গ্রহণ করে হবে। একজনের সহিংসতা এবং ঘৃণায় বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলের বহুদিনের বন্ধুত্ব নষ্ট হবে না,' বলেছিলেন রবার্টসন।


জুম্মার দিন হ্যাগলির মসজিদে সেই নৃশংস হত্যাকাণ্ডে প্রায় অর্ধশতক লোক নিহত হয়েছিল। অল্পের জন্য বেঁচে ফিরেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজের এক টেস্ট বাকি থাকতেই দেশে ফিরে এসেছিল টাইগাররা।


এমন ঘটনা সহজে ভুলে যাওয়া সম্ভব নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের, মানছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে বাংলাদেশ দলের নিরাপদে দেশে ফেরা মন থেকে চেয়েছিল নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা।


নিউজিল্যান্ড ক্রিকেটের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন বলেন, 'এটা ভুলে যাওয়া সম্ভব নয়, কেননা তারা (বাংলাদেশ) আমাদের তুলনায় নিকটে ছিল ঘটনাস্থলের। নিঃসন্দেহে আমরা বাংলাদেশ দলের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে চেয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball