promotional_ad

অভিষেকের প্রহর গুনছেন উইয়ান মুল্ডার

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই স্কোয়াডে প্রথমবারের মতো রাখা হয়েছে ২০ বছর বয়সী অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে। 


হাঁটুর ইনজুরিতে ভোগা পেসার লুঙ্গি এনগিদিকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। সেই কারণেই তাঁর পরিবর্তে মুল্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজটিতে।  


বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো মুল্ডারের। এরপর গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। যদিও কোনও ম্যাচের একাদশে তাঁকে সেবার রাখেনি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।


promotional_ad

পরবর্তীতে একই বছরের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন এই তরুণ অলরাউন্ডার। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। লায়ন্সের হয়ে চার দিনের ম্যাচে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন নাইটসের বিপক্ষে। 


এবার ফিটনেসের অভাবে থাকা এনগিদির আদর্শ বদলী হিসেবে স্কোয়াডে মুল্ডারকে অন্তর্ভুক্ত করা হলো। তরুণ এই ক্রিকেটারকে দলে নেয়া প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাচকদের আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, 


'আমরা ইনজুরি থেকে ফেরা ক্রিকেটারদের নিয়ে তাড়াহুড়ো করতে চাই না কারণ তাতে করে ক্রিকেটারদের কার্যক্ষমতা কমে যায়, তবে ৪ দিনের ঘরোয়া সিরিজে সে দারুণ কিছু সময় পার করেছে। একজন ব্যাটিং অলরাউন্ডার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে উইয়ানকে টেস্ট দলে নেয়া হয়েছে। গত বছর সাদা বলের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সে যে ইনজুরিতে পড়েছিলো সেটি ছিলো তাঁর জন্য দুর্ভাগ্য এবং আমরা তাঁকে স্কোয়াডে ফেরাতে পর্যায়ক্রমে কাজ করছি।' 


উল্লেখ্য এখন পর্যন্ত ৮টি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মুল্ডার। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে ২০ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।


আগামী ১৩ই ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টে???্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হতে পারে উইয়ান মুল্ডারের।  


দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াডঃ 


ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, ডুয়াইন অলিভিয়ের, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball