কোহলি থেকে শিখুক অস্ট্রেলিয়াঃ ক্লার্ক

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রয়োজনে কথা বলেছে ভিরাট কোহলির ব্যাট, ঠিক যেমন পরিস্থিতিতে ব্যাট করতে পছন্দ করেন তিনি। চাপের মুখে অধিনায়ক কোহলির চওড়া ব্যাট ভারতকে এনে দিয়েছিল জয়। শুধু ভারতকে জেতানোই নয়, যে কর্তৃত্ব নিয়ে কোহলি ব্যাট করেছেন, সেটা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তাই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বিশ্বসেরা এই ব্যাটসম্যানের কাছ থেকে ব্যাটিং শেখার পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক ক্লার্ক। তবে শুধু বড় শট নেওয়ার ক্ষেত্রেই নয়, যে ভাবে কোহলি সিঙ্গেল রান নিয়ে প্রান্ত পরিবর্তন করছিলেন, সেটাও মনে ধরেছে ক্লার্কের।

রবিবার সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির মারা একটি ছয় দেখে উচ্ছ্বসিত ক্লার্ক বলে ওঠেন, 'অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উচিত এই ব্যাটিং দেখে কিছু শেখা।'
অবশ্য ম্যাচের শুরুটা এনে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান। তাঁদের দুইজনের ৫.৩ ওভারে ৬৭ রানের জুটি জয়ের কাছেই পৌঁছে দিয়েছিল ভারতকে।
কিন্তু দ্রুত চার উইকেটের পতন কিছুটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সফরকারীদের। তবে সে সময় ভ??রতের সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে ছয় উইকেটের জয় এনে দেন অধিনায়ক কোহলি। সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়।
অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি। ব্যাট হাতে খেলেছেন ৪১ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।