promotional_ad

বিদেশে টেস্ট সাফল্যে সাকিবের ভাবনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দেশের বাইরে টেস্টের করুণ অবস্থার জন্য দায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। দেশের ক্রিকেটকে নিয়ে সুদূর প্রসারী চিন্তা ভাবনার দ্বারাই এ সমস্যার সমাধান সম্ভব, মনে করছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। যত দ্রুত এ বিষয়ে কাজ করা যাবে তত দ্রুত ফলাফল পাওয়া যাবে বলে বিশ্বাস সাকিবের।


শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে পেয়ে হারাতে একটুও সংকোচে পড়েনি টাইগাররা। প্রথম টেস্টে তিন দিনেই ফলাফল বের করে নিয়েছে তাঁরা, এগিয়ে গেছে সিরিজেও। অথচ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁদের ঘরে চলতি বছরের জুলাইয়ে টেস্টে নিজেদের ভরাডুবি দেখেছিল বাংলাদেশ। দেখেছিল বাইরে কতটা অসহায় তাঁরা।


এর প্রধান কারণ আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব। ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা, তাই বার বার ব্যর্থ হচ্ছে তাঁরা। তবে ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন আসছে, জানিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব।


promotional_ad

কিন্তু এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করতে হবে। পরিকল্পনা সাজাতে হবে দীর্ঘ দিনের, তাহলেই সময় গড়াতেই সাফল্য ধরা দিবে বাংলাদেশের হাতে।


'বাইরে টেস্ট খেলার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে। এক-দুই চেষ্টা করলেই কিন্তু জেতা যাবে না। আমি ১১/১২ বছর ধরে ক্রিকেট খেলছি এর মধ্যে ৮ বছরই হয়তো ফ্ল্যাট উইকেটে বল করেছি। এখন আমাদের মন মাসকতা পরিবর্তন হয়েছে। আমরা স্পিনিং উইকেটে বোলিং করছি।


'এটা সময়ের সাথে সাথে আসবে, একদিনে খুব কঠিন। এগুলোর জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে। সেটা করলে আমরা হয়তো পাঁচ বছর পরে গিয়ে এর সুফল পাব। আর যদি এখনও পরিকল্পনা না করা হয় তাহলে দশ বছর লেগে যেতে পারে,' চট্টগ্রামে ম্যাচ শেষে বলেছিলেন কাপ্তান সাকিব।


তবে দেশের বাইরে যে কোন দলই সংগ্রাম করছে। কারণ হোম কন্ডিশনের সুবিধা তো নিতে চাইবেই সবাই এবং সেটাই হচ্ছে বর্তমানের পেশাদার এই ক্রিকেটে। কিন্তু সফরকারী দল হয়ে স্বাগতিকদের চোখ রাঙ্গানি দেয়ার সক্ষমতাও বা আছে কয় দলের?


তাই উইকেটের বিষয়ে কোন রকম চিন্তাই করছেন না টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। 'পিচের ব্যাপারটা নিয়ে আমরা অত কিছু চিন্তা করি না। আমার মনে হয় না এখন এমন কোনো দল আছে যারা দেশের বাইরে ভালো করছে। ভারত এশিয়ার ভেতরে শ্রীলঙ্কাতে ভালো করে। এর বাইরে গেলে ওরাও কিন্তু যথেষ্ট ভোগে।


'আর অন্য সব দল দেশের বাইরে গেলেই সংগ্রাম করে। যদিও এবার ইংল্যান্ড (শ্রীলঙ্কায়) খুব ভালো করল। এটা কিন্তু খুব ব্যতিক্রমী যে ওরা ভালো করে ফেলেছে। সাধারণত সবাই সংগ্রাম করে দেশের বাইরে। আমরাও জানি, আমরা বাইরে গেলে সংগ্রাম করি,' যোগ করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball