ফিরছেন স্টার্ক, অনিশ্চিত কামিন্স

ছবি: মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স

অবশেষে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অস্ট্রেলিয়ান তারকা পেসাররা। যাদের অভাব এতদিন খুব ভালভাবেই অনুভব করেছিল অজি ক্রিকেট দল।
চলতি বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে অজিদের। আর এই সিরিজেই হয়ত আবারও বল হাতে দেখা যেতে পারে দীর্ঘ দিন দলের বাইরে থাকা অস্ট্রেলিয়ান ফ্রন্ট লাইন পেসার মিচেল স্টার্ককে।
বর্তমানে তিনি সুস্থ অবস্থায় আছেন। আর এই সফরের আগে নিজেকে সম্পূর্ণ ফিট রাখতে এবং বোলিংয়ের ধার বাড়িয়ে নিতে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার চিন্তা ভাবনার কথা জানিয়েছেন স্টার্ক। সব কিছু ঠিক থাকলে আগামী সফরে পাকিস্তানের বিপক্ষে খেলবেন বলে আশাবাদী তিনি।
'আমি অবশ্যই দলে থাকব যদি আগামী কিছু সপ্তাহ সব কিছু ঠিক থাকে। এই সফরের পূর্বে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলার তেমন কোন সুযোগ নেই। নিউ সাউথ ওয়েলসের হয়ে কিছু অনুশীলন ম্যাচ খেলার চিন্তা করছি।

'আমার উন্নতি কেমন হচ্ছে বা কি করা দরকার এই পরিকল্পনাটি তার জন্য কাজ করবে। এই মুহূর্তে আমি মনে করছি আরব আমিরাত সফরের জন্য আমাকে নির্বাচনে রাখা হবে।'
স্টার্ক খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হলেও এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন আরেক অজি পেসার প্যাট কামিন্স। আর এ নিয়ে কথাও বলেছেন তিনি। বিশেষ করে ইনজুরির ব্যাপার নিয়ে অনেকটাই খোলাসা করে কথা বলেন কামিন্স।
পাশাপাশি ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। যদি পাকিস্তান সফরের পূর্বে শতভাগ সুস্থ হন তাহলে অবশ্যই দলের সাথে সেখানে যাবেন বলে প্রত্যাশী কামিন্স। তাঁর ভাষায়,
'ইনজুরি হওয়ার কোন নিশ্চয়তা নেই, বিশেষ করে স্ট্রেস ফ্র্যাকচার। এটা এমন একটা বিষয় যার প্রতি আপনাকে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। যদি আপনি এটাকে ভালোভাবে চিকিৎসা না করেন তাহলে এটা ছড়িয়ে পড়বে। আর ওই সময় আপনাকে এক মাসের জন্য বোলিং থেকে দূরে থাকতে হবে।
'এবং আবার প্রথম থেকে শুরু করতে হবে সব কিছু। ইনজুরি থেকে ফিরে আবার খেলার মধ্যে যে ভারসাম্য তৈরি করতে হয় সেটা খুজে বের করছি। কিন্তু আমাদের বিশ্রাম নেয়ার কোন উপায় নেই। আমরা এখনও আমাদের ইনজুরি থেকে ফিরে আসার চেষ্টা করছি। আমি যদি শতভাগ ফিট থাকি, অবশ্যই পাকিস্তান সফরে যাবো। এ নিয়ে কোন সন্দেহ নেই।'
উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরে পায়ের ইনজুরিতে ছিলেন স্টার্ক। যার ফলে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং আইপিএলেও খেলতে দেখা যায়নি তাঁকে। অপরদিকে পিঠের ইনজুরির কারণে এখনও দলের বাইরে আছেন কামিন্স।