ভয়াবহ বিপদের আভাস দিচ্ছেন রিয়াদ

ছবি:

ভুল শোধরাতে না পারায় সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে ভুলের পর ভুল করে যাচ্ছে বাংলাদেশ দল। এর খেসারত দিচ্ছে অনেক বাজেভাবে। আর এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
"যে ভুলগুলো আমরা প্রতি ম্যাচে করছি, তার মাশুল আমরা প্রতি ম্যাচেই দিচ্ছি। এটা থেকে বের হতে হবে, নয়তো কোনো উপায় নেই। আমরা এভাবে খেলতে থাকলে একই ফলাফল আসবে।
"আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সেটা গ্রুপের হতে পারে, টেকনিক্যাল হতে পারে এবং মাঠে সেই পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। ম্যানেজমেন্টের সঙ্গে এগুলো নিয়ে বসতে হবে।"

রবিবারের ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে এসব বিষয়ে কথা বলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। একইসাথে কথা বলেছেন সেদিনের ম্যাচ সম্পর্কেও। মানসিকতায় পিছিয়ে পরার কারণেই ২১০ রান অতিক্রম করা সম্ভব হয়নি বলে মনে করছেন তিনি।
এক্ষেত্রে টাইগারদের বোলিং ব্যর্থতার কথা উল্লেখ করেছেন তিনি। চেষ্টার সবটুকু ঢেলে দিলেও লঙ্কান ব্যাটসম্যানদের আটকানো কঠিন হয়ে গিয়েছিলো দলের বোলারদের জন্য। মাহমুদুল্লাহ কিছু পরামর্শও দিলেন,
"উইকেটটা ব্যাটিং উপযোগী ছিল। যখন ওরা ব্যাটিং করেছিলো তখনও ভালো ছিল। আমরা চিন্তা করছিলাম যত কম রান দেওয়া যায়। ১৮০-২০০ এর মধ্যে তাদের আটকাতে চেষ্টা করেছিলাম আমরা। যদি তা পারতাম অবশ্যই আমাদের মানসিকতা ভিন্ন থাকতো।
"প্রথম ছয় ওভার এই ফরম্যাটের ক্রিকেটে গুরুত্বপূর্ণ। বোলাররা যদি বাউন্সার, স্লোয়ার বা ইয়র্কার দিয়ে তখন সফলতা না আনতে পারে তাহলে এই ফরম্যাটে আপনাকে বাজে সময় কাটাতে হবে।"