টাইগার স্কোয়াডে আরও এক নতুন মুখ

ছবি:

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের পরিবর্তে টি-টুয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এবারই প্রথম বাংলাদেশ দলে ডাক পেলেন এই বাঁহাতি স্পিনার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আসন্ন টি-টুয়েন্টি সিরিজকে ঘিরে অনুশীলন আসে বাংলাদেশ দল। এদিনে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় রংপুর রাইডার্সের হয়ে গেল আসরে বিপিএল মাতানো অপুকে।

এরপরই সন্ধ্যায় এক বিবৃততে অপুকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। গেল বিপিএলের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ১৬.৩৩ গড়ে ১০ উইকেট নিয়েছেন অপু। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে সক্ষম এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান, নাজমুল ইসলাম অপু, জাকির হাসান ও আফিফ হোসেন।