সাকিবকে টপকে গেলেন তাইজুল

ছবি:

চট্টগ্রাম টেস্ট যে বর্তমানে অনেকটাই শ্রীলঙ্কার হাতে তা এখন ধ্রুব সত্য। এই টেস্টে রীতিমত বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষাই নিয়েছেন লঙ্কান বোলাররা।
তবে এরপরেও ঠিকই একটি রেকর্ড অর্জন করে নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। চা পান বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত এই স্পিনার বোলিং করেছিলেন মোট ৬৬ ওভার যা ছিলো টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিব আল হাসানের সাথে যৌথভাবে সর্বোচ্চ।
বিরতির ঠিক পরের ওভারটিই ছিলো তাইজুলের ৬৭তম। আর এই ওভারের মাধ্যমেই তিনি টপকে যান সাকিবের ৬৬ ওভারের রেকর্ডটি। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৬ ওভার বোলিং করেছিলেন সাকিব।
তাইজুল ও সাকিবের পরে সর্বোচ্চ ৫৯.১ ওভার বোলিং করেছিলেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় এই কীর্তি গড়েন তিনি।

এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে আছেন সোহাগ গাজি এবং আবারো সেই রফিক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে মোট ৫৭.৩ ওভার বোলিং করেছিলেন গাজি। অপরদিকে রফিক ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭ ওভার বোলিং করেছিলেন।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ওভার বোলিং করা বোলারদের তালিকা-
১। তাইজুল ইসলাম- ৬৭ ওভার, প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, ২০১৮ (চলমান টেস্ট)
২। সাকিব আল হাসান- ৬৬ ওভার, প্রতিপক্ষ- ইংল্যান্ড, ২০১০ সাল
৩। মোহাম্মদ রফিক- ৫৯.১ ওভার, প্রতিপক্ষ- নিউজিল্যান্ড, ২০০৪ সাল
৪। সোহাগ গাজি- ৫৭.৩ ওভার, প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ২০১২ সাল
৫। মোহাম্মদ রফিক- ৫৭ ওভার, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, ২০০৪ সাল