ফিরছেন রাসেল

আন্তর্জাতিক
ফিরছেন রাসেল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

২০১৭ সালের ৩১শে জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সব ধরণের ক্??িকেট থেকে নিষিদ্ধ ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ার সেই নিষেধাজ্ঞার মেয়াদ এই বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) শেষ হয়েছে তার। আর নিষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন পরেই (২রা ফেব্রুয়ারি) মাঠে ফিরছেন তিনি।

২রা ফেব্রুয়ারি উইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট 'রিজিওনাল সুপার ফিফটি' তে জ্যামাইকার হয়ে মাঠে নামার কথা রয়েছে তারা। অর্থাৎ ঘরোয়া ক্রিকেট দিয়েই আবার ক্রিকেটে ফিরছেন এই তারকা।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আবার কখন দেখা যাবে তা নিয়ে রয়েছে সংশয়। কেননা উইন্ডিজ ক্রিকেট বোর্ড এরই মাঝে জানিয়ে দিয়েছে আন্দ্রে রাসেল দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করবেন না।

কেননা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হওয়া বাছাইপর্বের ম্যাচ গুলোর সময় পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শুরু হবে (২২শে ফেব্রুয়ারি), আর সেখানে কাইরন পোলার্ড, সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভোর মতো আন্দ্রে রাসেলও (ইসলামাবাদ ইউনাইটেডের দলের হয়ে) খেলবেন।

উল্লেখ্য, সারাবিশ্বের টি-টুয়েন্টি লীগে এক পরিচিত মুখ রাসেল। এবারের আইপিএল আসরের জন্য ৮ কোটি ৫ লাখ রুপিতে তাকে দলে রেখে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ

আরো পড়ুন: this topic