বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

আন্তর্জাতিক
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

টানা দ্বিতীয় বারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সামনে।  কিন্তু সেই লক্ষ্যে পৌঁছুতে শেষ পর্যন্ত ব্যর্থই হলো সাইফ-আফিফদের দল।

শুক্রবার ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে এদিন ভারতের ছুঁড়ে দেয়া ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে গেছে যুবা টাইগাররা। 

ম্যাচের শুরুতে টসে জিতে ভারতীয় অধিনায়ক পৃথ্বী শহ শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর  ব্যাটিংয়ে নামার পর শুভমান গিল এবং অভিষেক শর্মার জোড়া অর্ধশতকে স্কোরবোর্ডে ২৬৫ রান তুলতে সক্ষম হয় ভারত।

এই দুই ব্যাটসম্যানেরা ছাড়া ৪০ রান করেছেন অধিনায়ক পৃথ্বী শ এবং ৩৪ রান করেন হারভিক দেসাই। তবে এদিন দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে কাজী অনিক, সাইফ হাসান এবং নাইম হাসান বল হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভালোভাবেই।  

ভারতকে ৪ বল আগেই অলআউট করে দেয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন এই তিন বোলারই। ১০ ওভার বোলিং করে ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন অনিক। অপরদিকে নাইম এবং সাইফ পেয়েছেন ২টি করে উইকেট। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং রবিউল হক। 

২৬৬ রানের লক্ষ্য খুব একটা বড় হতো না বাংলাদেশের জন্য যদি না ব্যাটসম্যানেরা নিজেদের সেরাটা ঢেলে দিতে পারতেন। কিন্তু এই লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় বোলারদের তান্ডবে এক পিনাক ঘোষ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেননি। 

পিনাক ৭৫ বলে ৪৩ রান করলেও বাদবাকি ব্যাটসম্যানদের স্কোর বলার মতো ছিলো না একেবারেই। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান রবিউল হক ১৪ রানে অপরাজিত থাকেন। 

মূলত টাইগারদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর কাজটি করেছেন ভারতের তিন বোলার কমলেশ নগরকোতি, অভিষেক শর্মা এবং শিভাম মাভি। এদের মধ্যে নগরকোতি ৭ ওভার বোলিং করে মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নেন। ২৭ রানে ২ উইকেট নেন মাভি এবং ১১ রানে দারুণ বোলিং করে ২ উইকেট পান অভিষেকও। 

আর ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১৩৪ রানেই অলআউট হয়ে যায় সাইফ হাসানের দল। আর এরই সাথে স্বপ্ন ভঙ্গ হয় সেমিফাইনালে যাওয়ার। 

ভারত একাদশঃ  প্রিথভি শহ (অধিনায়ক), মনজোত কালরা, শুভম্যান গিল, হারভিক দেসাই, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, কমলেশ নগরকোতি, আরিয়ান জুয়াল, শিবম গিল, শিভা সিং, ইশান পোরল


বাংলাদেশ একাদশঃ মোহাম্মদ নাঈম, পিনক ঘোষ, সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন,  নাঈম হাসান, কাজী অনিক, হাসান মাহমুদ, রবিউল হক

আরো পড়ুন: this topic