নিভৃতেই একটি বিরল রেকর্ডে নাম লেখালেন মুশফিক

আন্তর্জাতিক
নিভৃতেই একটি বিরল রেকর্ডে নাম লেখালেন মুশফিক
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন টাইগার ক্রিকেটাররা যার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ১১ হাজার রান এবং সাকিব আল হাসানের ১০ হাজার অন্যতম। 

জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচেই ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন তামিম। আর এরই সাথে ওয়ানডেতে ৬ হাজার রান করার পাশাপাশি ১১ হাজারি ক্লাবেও নাম লেখান তিনি। আর সাকিবের ১০ হাজার রান এসেছে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। 

এদিকে তামিম-সাকিবের রেকর্ডের ভিড়ে আরেকজন বাংলাদেশি ক্রিকেটারও যে একটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন সেই খবর হয়তো অনেকেই রাখেননি। আর সেই ক্রিকেটার হলেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে দেশের মাটিতে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মুশফিক। বলা যায় অনেকটা নীরবেই এই মাইলফলকে পা রেখেছেন তিনি। ২০০৬ সালের ডিসেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষেই দেশের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন মুশি।

এখন পর্যন্ত ১৮২টি ওয়ানডে ম্যাচ খেলে মুশি দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলেছিলেন সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৬ সালের ডিসেম্বরে। সে বছরের অগাস্ট মাসেই জিম্বাবুয়ের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো তাঁর।   

মুশফিকের পর দেশের মাটিতে ৯৪টি ম্যাচ খেলে তালিকার দ্বিতীয়তে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মাশরাফি বিন মর্তুজা (৯২), তামিম ইকবাল (৯০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (৮২)। 

আরো পড়ুন: this topic