রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা

ছবি: প্রোটিয়া ক্রিকেটারদের উচ্ছ্বাস

২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাজে ফর্ম যেন পিছু ছাড়ছে না ইংলিশদের। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পাঁচটিতে হারল ইংল্যান্ড। মোট ১১ ম্যাচের মধ্যে ৮টিতে হারল তারা। লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৩৩০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল সাউথ আফ্রিকা।
‘অনার্স বোর্ডে’ নাম লেখাতে না পেরে ব্রিটজকের আক্ষেপ
৫ ঘন্টা আগে
লর্ডসে ওয়ানডেতে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। এই মাঠে তিনশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল একটি। সেটা ভারতের দখলে। ২০০২ সালে তারা ইংল্যান্ডের দেয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল। ফলে ইংল্যান্ডের সামনে জয় তুলে নিতে রেকর্ডের বিকল্প ছিল না।
শুরুতেই জেমি স্মিথের বিদায়ে চাপে পড়ে ইংল্যান্ড। দ্রুতই বিদায় নেন আরেক ওপেনার বেন ডাকেটও। ৬৬ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়েছেন জ্যাকব বেথেল। এই ব্যাটার ঝড়ো ইনিংস খেলেছেন। হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র ২৮ বল। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জো রুটও।

রুট হাফ সেঞ্চুরি পেয়েছেন ৫৮ বলে। তবে পরপর দুই ওভারে সেট দুই ব্যাটার বিদায় নিলে আবারও বিপদে পড়ে ইংল্যান্ড। বেথেলকে (৪০ বলে ৫৮) ফিরিয়ে ৭৭ রানের জুটি ভাঙেন পেস বোলিং অলরাউন্ডার করবিন বশ। রুটকে (৭২ বলে ৬১) আউট করেছেন বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।
দা হান্ড্রেডে ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে খেলে ইংল্যান্ডের জাতীয় দলে কক্স
৪ সেপ্টেম্বর ২৫
পঞ্চম উইকেটে ৬৯ রান যোগ করেছেন অধিনায়ক হ্যারি ব্রুক ও জস বাটলার। ৪০ বলে ৩৩ রানের বেশি করতে পারেননি ব্রুক। আর বাটলার হাফ সেঞ্চুরি তুলে ৬১ রান করে আউট হন। শেষ ছয় ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৬৪ রান। সেখান থেকেই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান উইল জ্যাকস ও ব্রাইডন কার্স।
যদিও নান্দ্রে বার্গারের করা ৪৭তম ওভারেই সমীকরণ বদলে যায়। ফিরে যান ব্রাইডন কার্স ও জ্যাকস। এর মধ্যে জ্যাকসের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৯ রান। এরপর জফরা আর্চার চেষ্টা করেও দলকে লক্ষ্য পৌঁছে দিতে পারেননি। ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন আর্চার।
সাউথ আফ্রিকার হয়ে বার্গার একাই নেন ৩টি উইকেট।। দুটি উইকেট নেন মহারাজ। আর একটি করে উইকেট পেয়েছেন এনগিডি, বশ ও মুত্তুস্বামী। এর আগে ম্যাথু ব্রিটজকের ৭৭ বলে ৮৫, ট্রিস্টিয়ান স্টাবসের ৬২ বলে ৫৮ ও এইডেন মার্করামের ৬৪ বলে ৪৯ রানের ইনিংসে বিশাল পুঁজি নিশ্চিত করেছিল সাউথ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে অপরাজিত ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন বশ। ইংল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট শিকার করেন আর্চার। দুটি উইকেট নেন আদিল রশিদ। আর একটি উইকেট শিকার করেছেন বেথেল। আগামী রোববার সাউথ্যাম্পটনে হবে সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে ইংলিশরা।