এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলবে ভারত

ভারত, ফাইল ফটো
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম-ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি বাতিল করায় এশিয়া কাপে পৃষ্ঠপোষক বা স্পন্সর ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা এবারের এশিয়া কাপে মূল স্পন্সরের লোগো ছাড়াই খেলবেন। বিসিসিআই এখনো নতুন পৃষ্ঠপোষক চূড়ান্ত করতে পারেনি।

promotional_ad

বিসিসিআই আজ নতুন পৃষ্ঠপোষক নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য পাঁচ লাখ রুপি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। বিদেশি কোম্পানির জন্য এই ফি পাঁচ হাজার ৬৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।


আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

২ সেপ্টেম্বর ২৫
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

দরপত্র জমা দেয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। এরপর নতুন প্রতিষ্ঠানকে নির্বাচিত করে চুক্তি চূড়ান্ত করতেও সময় লাগবে। কিন্তু এশিয়া কাপ শুরু হবে তার আগেই, ৯ সেপ্টেম্বর। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, ফলে টুর্নামেন্টের প্রথম দিকে দলের জার্সিতে কোনো প্রধান স্পন্সরের লোগো থাকবে না।


promotional_ad

ড্রিম ইলেভেনের চুক্তি বাতিলের পেছনে আছে ভারতের অনলাইন গেমিং বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের পর বিলটি আইনে পরিণত হয় এবং অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হয়ে যায়। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ড্রিম-ইলেভেন ২০২৬ সাল পর্যন্ত থাকা চুক্তি আগেভাগেই বাতিল করেছে।


আরো পড়ুন

এশিয়া কাপের সময়সূচীতে পরিবর্তন

৩০ আগস্ট ২৫
শেষবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত, ফাইল ফটো

বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। নিষিদ্ধ তালিকায় আছে মদ প্রস্তুতকারক, বাজি বা জুয়ার সাইট, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত পণ্য এবং জনসমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে এমন প্রতিষ্ঠান। আবেদন জমা দেয়ার সময় এসব বিষয় মাথায় রাখতে হবে।


চুক্তির মাঝপথে পৃষ্ঠপোষক সরে যাওয়া বিসিসিআইয়ের জন্য নতুন নয়। এর আগেও ২০১৯ সালে চাইনিজ মোবাইল ব্র্যান্ড ওপো তিন বছরের চুক্তি থাকা অবস্থায় সরে গিয়েছিল। এশিয়া কাপ সামনে রেখে ভারতীয় দল ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball