সাইম-নওয়াজের ব্যাটে পাকিস্তানের আরেকটি জয়

ফাইল ফটো
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ২০৭ রান। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে। ম্যাচটি পাকিস্তান জিতে নেয় ৩১ রানে।

promotional_ad

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আরব আমিরাত। পাওয়ার প্লে'র ছয় ওভারে তারা তোলে ৫৪ রান। তবে এই সময়েই তারা হারিয়ে ফেলে তিনটি উইকেট, যা তাদের ব্যাকফুটে ঠেলে দেয়।


আরো পড়ুন

কথা রাখলেন না লিটনরা

১৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

মাঝের ওভারে রানের গতি ধরে রাখতে গিয়ে আরব আমিরাত আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। ফলে চাপ বেড়ে যায় এবং পরে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক দল।


আরব আমিরাতের পক্ষে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন আসিফ খান। ছয় নম্বরে নেমে তিনি ৩৫ বলে ৭৭ রান করেন। ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও ছয়টি ছয়ে। তার স্ট্রাইক রেট ছিল ২২০।


promotional_ad



আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

১৫ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

দলীয় অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান। এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।


পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী নেন সর্বোচ্চ তিনটি উইকেট, খরচ করেন ৪৭ রান। মোহাম্মদ নেওয়াজ ২১ রানে নেন দুটি উইকেট। সালমান মির্জা ও সাইম আইয়ুব নেন একটি করে উইকেট।


পাকিস্তানের ইনিংসে বড় স্কোর গড়ার পেছনে ভূমিকা রাখেন সাইম আইয়ুব ও হাসান নওয়াজ। ওপেনার সাইম ৩৮ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও চারটি ছয়। নওয়াজ করেন ২৬ বলে ৫৬ রান।


দলটির ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ১৫ বলে ২৫ রানের ক্যামিও খেলেন। আরব আমিরাতের হয়ে জুনাইদ সিদ্দিক ও সগির খান তিনটি করে উইকেট নেন। হায়দার আলী নেন দুটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball