টেলরকে ফিরিয়ে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের জার্সিতে ব্রেন্ডন টেলর
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ব্রেন্ডন টেলর। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চলতি মাসের শুরুতে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।

promotional_ad

টেলর এর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে ম্যাচ। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে দুই দল।


আরো পড়ুন

হেনরি-ফকসের ৯ উইকেট, টেলরের প্রত্যাবর্তন ম্লান করে নিউজিল্যান্ডের লিড

৭ আগস্ট ২৫
জিম্বাবুয়ে ক্রিকেট

টেলরকে ওয়ানডেতে ফিরিয়ে বেশ আনন্দিত জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা। তিনি বিবৃতিতে বলেছেন, 'আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা চাপের মুহূর্তে দারুণ কাজে লাগবে বলে আশা করছি। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিংরুমে নতুন অনুপ্রেরণা যোগাবে।'


ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ে আর কোনো ওয়ানডে খেলেনি। এবার দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আর্নেস্ট মাসুকু।


promotional_ad



আরো পড়ুন

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেও নেই হাসারাঙ্গা, অনিশ্চিত এশিয়া কাপেও

১১ ঘন্টা আগে
বাংলাদেশ সিরিজের পাওয়া ইনজুরিতে এশিয়া কাপে অনিশ্চিত ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইল ফটো

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। জুন থেকে তারা নিজ মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে হেরেছে তারা। এরপর সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচ হেরেছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা।


জিম্বাবুয়ের ওয়ানডে দল-


ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball