এশিয়া কাপেও অনিশ্চিত শাদাব

ছবি: ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে ব্যাট হাতে ১০ ম্যাচে ১৭৩ রান করেছিলেন শাদাব। ইসলামবাদ ইউনাইটেডের হয়ে ডানহাতি লেগ স্পিনে নিয়েছিলেন ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাকে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ৪৮ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছিলেন শাদাব।
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
২১ জুলাই ২৫
পরের দুই ম্যাচে ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও বোলিংয়ে দুটি উইকেট নিয়েছিলেন। তবে কাঁধে অস্বস্তি অনুভব করায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারেননি তিনি। জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডে ডান কাঁধের অস্ত্রোপচার করিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন শাদাব। তাদের প্রতিবেদন অনুযায়ী, মাঠের ক্রিকেটে ফিরতে মাস তিনেক সময় লাগবে তাঁর। ধারণা করা হচ্ছে, অক্টোবরে ফিরতে পারেন তিনি। এমনটা হলে এশিয়া কাপে খেলা হচ্ছে না শাদাবের। কারণ আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আগামী আসর।
পাকিস্তানের বিপক্ষে খেলা চলুক, মতামত পাল্টে বলছেন সৌরভ
১৩ ঘন্টা আগে
৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ এশিয়া কাপে শাদাবের খেলা প্রায় অনিশ্চিত। ২০ ওভারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান এবং সংযুক্ত আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান।
সালমান আলী আঘাদের পরের ম্যাচ ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। শেষ ম্যাচে তারা খেলবেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যেতে পারলেন আবারও ভারতের সঙ্গে খেলার সুযোগ তৈরি হবে পাকিস্তানের। এশিয়ার দুই জায়ান্টই যদি ফাইনাল খেলে তাহলে এশিয়া কাপে তিনবার দেখা হবে তাদের।