দেশপ্রেমের দোহাই দেবেন না, খেলাকে খেলাই থাকতে দিন: কানেরিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টস, ফাইল ফটো
ভারতের দ্বিমুখী মানসিকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার দানিশ কানেরিয়া। চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্তে ভারতের আচরণের তীব্র সমালোচনা করেন তিনি।

promotional_ad

মাত্র কয়েকদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরফান পাঠান, হরভজন সিং, সুরেশ রায়নাসহ কয়েকজন সাবেক ক্রিকেটার ওই ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা নেই: কানেরিয়া

২৩ ফেব্রুয়ারি ২৫
শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে হারে পাকিস্তান, ফাইল ফটো

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) যৌথ ঘোষণা অনুযায়ী, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় ১৪ সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচটি।


promotional_ad

এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দানিশ কানেরিয়া লেখেন, 'ভারতীয় খেলোয়াড়রা ডব্লিউসিএল বয়কট করলো ‘জাতীয় কর্তব্য’ বলে। অথচ এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলাটা ঠিকঠাক? যদি পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএলেও হওয়া উচিত ছিল। যখন খুশি তখন দেশপ্রেমের দোহাই দেবেন না। খেলাকে খেলাই থাকতে দিন, প্রোপাগান্ডা নয়।'


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে খেলা চলুক, মতামত পাল্টে বলছেন সৌরভ

৪ ঘন্টা আগে
সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি ও বাবর আজম (বাম থেকে), ফাইল ফটো

গত সপ্তাহে বার্মিংহামে অনুষ্ঠিতব্য ভারত বনাম পাকিস্তান ম্যাচটি বাতিল করা হয়। কারণ হিসেবে জানানো হয়, ভারতের অধিনায়ক যুবরাজ সিংসহ পাঁচজন খেলোয়াড় তাতে অংশ নিতে রাজি ছিলেন না।


এর আগে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এর জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে, যার ছায়া পড়ে খেলার মাঠেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball