promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা

শেষবারের পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে জিতে সাউথ আফ্রিকা, ফাইল ফটো
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিডি। কুঁচকির ইনজুরির কারণে ঘরের মাঠে গ্রীষ্মকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি এই পেসার।

promotional_ad

ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার পর চলতি বছর সাদা বলের ফরম্যাটে দলে ফিরেছিলেন এনগিডি। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও পারফর্ম করে নিজের ফর্ম ধরে রেখেছেন এই ডানহাতি পেসার। এবার তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলেও সুযোগ দিলো ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

৯ ঘন্টা আগে
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা। লিগ পর্ব শেষে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করে টেম্বা বাভুমার দল। বরাবরের মতো ফাইনালেও দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।


promotional_ad

স্কোয়াডে বড় পরিবর্তন না এনে নিজেদের মূল দলকেই ধরে রেখেছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে মাত্র দুটি পরিবর্তন এনেছে তারা। তরুণ পেসার কুয়েনা মাফাখাকে সরিয়ে দলে ফিরেছেন এনগিডি। বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে।


আরো পড়ুন

হ্যাজেলউডের আইপিএলে ফেরা নিয়ে শঙ্কা

১২ মে ২৫
ফাইল ছবি

হেড কোচ শুকরি কনরাড বলেন, 'সবার আগে এই স্কোয়াডে সুযোগ পাওয়া প্রত্যেক খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই। ডব্লিউটিসি ফাইনালে খেলার সুযোগ এই দলের জন্য একটি বিশেষ মুহূর্ত। গত ১৮ মাস ধরে আমরা একটি প্রতিযোগিতামূলক লাল বলের ইউনিট গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছি। এই অর্জন তারই প্রতিফলন।'


'আমাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল নির্বাচনে ধারাবাহিকতা রাখা। আমরা সেই মূল গ্রুপের খেলোয়াড়দের সঙ্গেই থেকেছি, যারা পুরো ডব্লিউটিসি চক্রজুড়ে দলের অংশ ছিল। লর্ডসের কন্ডিশন বিবেচনায় রেখে আমরা একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড বেছে নিয়েছি।'


সাউথ আফ্রিকা স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরাইনি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball