ইংল্যান্ড সফরের আগে টেস্ট ছাড়তে চান কোহলি

ছবি: ফাইল ছবি

লম্বা সময় ধরেই সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে সুবিধা করে উঠতে পারছিলেন না কোহলি ও রোহিত। নিয়মিত বিরতিতে রান না পাওয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক রোহিত তো নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তখন থেকেই ভারতের সাবেক অধিনায়কের টেস্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন অনেকে। কয়েকমাসের ভাবনা শেষে আইপিএল চলাকালীন সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন রোহিত।
৩ বছর পর বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন কোহলি
৬ মে ২৫
ইংল্যান্ড সফরের আগে রোহিতের অবসরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ভারতকে। এমন অবস্থায় টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোহলিও। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছিলেন কোহলি। পুরো সিরিজ জুড়ে মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। এমন অবস্থায় সামাজিক যোগাযোগামাধ্যমের পাশাপাশি ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

ধারাবাহিকভাবে রান না পাওয়ার পাশাপাশি একইভাবে বারবার আউট হওয়ায় কোহলির টেকনিক নিয়েও প্রশ্ন উঠছিল। সেই সিরিজ থেকেই ডানহাতি ব্যাটারকে টেস্টে দেখছিলেন না ক্রিকেটবোদ্ধারা। যদিও সিরিজ শেষে প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে যখন দুই তারকা ক্রিকেটারের টেস্টের ভবিষ্যত সম্পর্ক জানতে চাওয়া হয়েছিল তখন তিনি সেটা এড়িয়ে গিয়েছিলেন কৌশলী উত্তরে।
গোয়ায় যাচ্ছেন না জয়সাওয়াল, মুম্বাইয়ের হয়ে খেলতে অনুরোধ
২ ঘন্টা আগে
গম্ভীর বলেছিলেন, ‘আমি কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে বলতে পারি না। এটা আসলে তাদের ওপর নির্ভর করে। আমি যেটা বলতে পারি, তাদের মধ্যে এখনো ক্ষুধাটা আছে। এখনো খেলাটির প্রতি তাদের ভালোবাসা আছে।’ গম্ভীর তাদের ভালোবাসা খুঁজে পেলেও রোহিতের পর কোহলিও টেস্ট ছাড়ার সিদ্ধান্তে পৌঁছেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাদেরএকটি সূত্র বলেছে, ‘সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বোর্ডকে বলেছেন টেস্ট থেকে সে সরে দাঁড়াবে। বিসিসিআই তাকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনেই ইংল্যান্ড সফর। সে এখনো পরবর্তী উত্তর জানায়নি।’ কোহলি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে তবে খানিকটা বিপাকে পড়বে ভারত।
পাঁচ টেস্টের সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফরে যাবে ভারত। গুরুত্বপূর্ণ সিরিজের আগে রোহিত ও কোহলির মতো অভিজ্ঞ ব্যাটার না থাকলে চাপ বাড়বে ব্যাটিং ইউনিটের উপর। লোকেশ রাহুল, যশস্বী জয়সাওয়াল, শুভমান গিলরা কতটা সামলে নিতে পারবেন সেটা নিয়েও সংশয় আছে। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া কোহলি টেস্ট ছেড়ে দিলেও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে চালিয়ে যেতে পারেন।