ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

আন্তর্জাতিক
ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গতকাল (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচের আগমুহূর্তে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে ভুলবশত ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেয় আইসিসি। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেয়া হয়। আইসিসির কাছে এমন ভুলের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচের আগে নিয়ম অনুযায়ী প্রথমে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময়ই ভুলটা করে আইসিসি। যা একেবারেই ভালোভাবে নেয়নি পিসিবি।

ভারতের গণমাধ্যম ক্রিকইনফো জানায়, পিসিবি এই ভুলে চরম অসন্তুষ্ট এবং এর জন্য তারা সরাসরি আইসিসিকেই দায়ী করেছে। পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লে-লিস্ট প্রস্তুত করেছে এবং বাজিয়েছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পাকিস্তানে নেই ভারতীয় দল। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলছে ভারত। যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না ভারত, তাহলে তাদের জাতীয় সঙ্গীত প্লে-লিস্টে রাখার কারণ কী, এমনটাও জানতে চেয়েছে পিসিবি।

এর আগে দুবাইতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ক্ষুব্ধ হয়েছিল পিসিবি। আইসিসির কাছে সেটির ব্যাখ্যাও চেয়েছিল সংস্থাটি।

তাদের মতে, এমন ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে। আইসিসি অবশ্য এখনই পিসিবিকে কোনও জবাব দেয়নি। এমনকি আগের ব্যাখ্যার জবাবও তারা এখনও দেয়নি।

আরো পড়ুন: পাকিস্তান