promotional_ad

১৩ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া

শিরোপা নিয়ে অস্ট্রেলিয়ার উল্লাস, ফাইল ফটো
গলে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে লঙ্কানদের মাটিতে ১৩ বছর পর কোনো টেস্ট সিরিজ জিতেছে অজিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালের আগস্টে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

promotional_ad

তারপর মাত্র দুইবার শ্রীলঙ্কা সফরে আসে অজিরা। এর মধ্যে ২০১৬ সালে লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় দলটি। এরপর ২০২২ সালে ১-১ ব্যবধানে ড্র করে তারা। এবারের সিরিজের আগে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ জেতায় ফেভারিট ছিল অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

ম্যাচের চতুর্থ দিনে আট উইকেটে ২১১ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। লিড ছিল মাত্র ৫৪ রানের। তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল অজিরা। যদিও শ্রীলঙ্কার শেষ ভরসা হয়ে উইকেটে ছিলেন প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস।


ডানহাতি এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৪৮ রানে। এ দিন তিনি করতে পেরেছেন কেবলই ২ রান। শ্রীলঙ্কা শেষ দুই উইকেট নিয়ে ব্যাটিং করতে পেরেছে সব মিলিয়ে আধা ঘণ্টা। নাথান লায়নের যে বলে কুশল আউট হন সেই ডেলিভারিটায় টার্নের সঙ্গে বেশ বাউন্সও ছিল।



promotional_ad

হাফ সেঞ্চুরি করা কুশল ঠিকঠাক সামলাতে না পারায় টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে। স্টিভ স্মিথ তা লুফে নিতে ভুল করেননি। নবম ব্যাটার হিসেবে কুশল ফেরার পর আর মাত্র ১৪ রান স্কোরবোর্ডে পায় শ্রীলঙ্কা।


আরো পড়ুন

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল

৮ ঘন্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া পিটার সিডল, ফাইল ফটো

আর তাতে ম্যাচটি জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। ৯ উইকেট হাতে রেখে এই রান তাড়া করে অজিরা। ২৩ বলে ২০ রান করা ট্রাভিস হেডকে প্রবাথ জয়সুরিয়া ফেরালেও আর কোনো ব্যাটারকে ফেরাতে পারেননি লঙ্কান বোলাররা।


৪৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন উসমান খাওয়াজা। ৩৯ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন মার্নাস ল্যাবুশেন। ১৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ২৫৭ রান, জবাবে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে অজিরা করে ৪১৪ রান। এই ম্যাচে টেস্টে দুইশতম ক্যাচ লুফে নেয়ার বিশ্বরেকর্ড গড়েন স্মিথ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball