চেন্নাই ছাড়তেও রাজি অশ্বিন, চান স্পষ্টতা

চেন্নাইয়ের নেটে রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
সবশেষ আইপিএলের আগে চড়া দামে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে না পারায় এক মৌসুম শেষেই চেন্নাই ছাড়তে হতে পারে ভারতীয় এই স্পিনারকে। চেন্নাই ছাড়তে রাজি থাকলেও ২০২৬ আইপিএলে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে সেই বিষয়ে স্পষ্টতা চেয়েছেন অশ্বিন। সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকইনফো।

promotional_ad

২০০৯ সালে চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় অশ্বিনের। ২০১৫ সাল পর্যন্ত তাদের হয়েই খেলেছেন তিনি। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও চেন্নাইকে প্রতিনিধিত্ব করেছেন ৩৮ বছর বয়সি এই স্পিনার। তবে চেন্নাই আইপিএলে নিষিদ্ধ হলে ২০১৬ সালে অশ্বিন যোগ দেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। পরের বছর খেলেন পাঞ্জাব কিংসে। দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ২০২২ সালে প্রথমবার আসেন রাজস্থান রয়্যালসে।


আরো পড়ুন

‘১০ কোটির’ অশ্বিনকে ছেড়ে দিচ্ছে চেন্নাই’

৮ আগস্ট ২৫
ফাইল ছবি

টানা তিন মৌসুমে ৩৫ ম্যাচ খেলেছেন তাদের হয়ে। ডানহাতি অফ স্পিনে নিয়েছেন ৩৫ উইকেট। তবে গত আইপিএলের আগে ৮ মৌসুম পর ৯ কোটি ৭৫ লাখ রুপিতে অশ্বিনকে নিজেদের ঘরে ফেরায় চেন্নাই। নিজের প্রত্যাবর্তনের মৌসুমে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ৯ ম্যাচে ৯.১২ ইকনোমি রেটে নিয়েছেন মাত্র ৭ উইকেট। এমন পারফরম্যান্সের পর ২০২৬ আইপিএলের আগে তাকে ছাড়তে চায় চেন্নাই।


কদিন আগেই এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। সেই কথার জেরেই এবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন অশ্বিন। যেখানে মালিকপক্ষের কাছে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে সেই বিষয়ে স্পষ্টতা চেয়েছেন। সেই সঙ্গে রাজস্থানে খেলা তিন মৌসুমের চুক্তির বিষয়টি সামনে এনে উদাহরণ দিয়েছেন। অশ্বিন মনে করেন, মৌসুম শেষে ফ্র্যাঞ্চাইজির উচিত খেলোয়াড়দের রিটেইন কিংবা রিলিজ করার বিষয়টি জানানো।


promotional_ad



আরো পড়ুন

আলোর মুখ দেখছে ধোনির ১০০ কোটি টাকার মামলার শুনানি

২ ঘন্টা আগে
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

এ প্রসঙ্গে নিজের ইউটিউব শোতে অশ্বিন বলেন, ‘আমি রাজস্থানের হয়ে তিন বছর খেলেছি। প্রথম বছর শেষে প্রধান নির্বাহীর কাছ থেকে আমি একটা ইমেইল পাই এবং সেখানে বলা ছিল, “এটা তোমার পারফরম্যান্স, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা তোমার সঙ্গে চুক্তি নবায়ন করছি।” এটা ১+১+১ এমন একটা চুক্তি ছিল। প্রতিটা মৌসুমের পর ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্ব হচ্ছে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা এবং জানানো যে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেবে।’


সবশেষ কয়েক দিনে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, আইপিএলের আগামী মৌসুুমের আগে রাজস্থান ছাড়তে চান সাঞ্জু স্যামসন। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এমনকি ডানহাতি উইকেটকিপার ব্যাটারের পরিবারের সদস্যরাও রাজস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পাশপাশি গুঞ্জন আছে রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যেতে পারেন সাঞ্জু।


মহেন্দ্র সিং ধোনির বয়স ও ফিটনেস বিবেচনায় সাঞ্জুকে নেয়ার কথা ভাবছে চেন্নাই। এমনটা হলে ট্রেডিং করতে প্রায় ১০ কোটি মূল্যের অশ্বিনকে ছাড়তে হতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত কারও আনুষ্ঠানিক মন্তব্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের ভাবনায় সাঞ্জুকে পেতে অশ্বিনকে ছাড়তেও পারে চেন্নাই। যদিও এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অশ্বিন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে এবং সাঞ্জুকে নিয়ে যে নিউজগুলো হচ্ছে—অবশ্যই একজন খেলোয়াড়ের আগ্রহ (সে থাকতে চায় নাকি চায় না) প্রকাশ করার অধিকার আছে। প্রত্যেকটা খেলোয়াড়ই এটার ব্যাপারে স্পষ্টতা চায়। এটা আমার হাতে নেই। আমি ‍শুধু মাত্র স্পষ্টতা চেয়েছি। আমরা যে অবস্থার মধ্যে আছি...নিউজগুলো চারিদিকে ঘুরছে। এটা কোনো খেলোয়াড়ের কাছ থেকে আসছে না। এমনকি সাঞ্জুর নিউজ—এটা একটা গুজব অথবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আসছে। আমি জানি না কারা নিউজগুলো করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball