promotional_ad

কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ

বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই যাচ্ছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি
ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় দেশে ফিরে আসছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ তৎপরতায় কাল (১০ মে) বাংলাদেশে ফিরে আসছেন তারা দুজন।

promotional_ad

কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে সবশেষ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এমন অবস্থায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হওয়ায় স্থগিত করা হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। তখন থেকেই গুঞ্জন ছিল, নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে পিএসএল। যদিও পিসিবি চেয়েছিল করাচিতে টুর্নামেন্ট শেষ করতে।


আরো পড়ুন

বিসিবির চেষ্টায় বিশেষ বিমানে রাতেই দুবাই যাচ্ছেন রিশাদ-নাহিদ

১৫ ঘন্টা আগে
নাহিদ রানা (বামে) ও রিশাদ হোসেন (ডানে)

পিসিবির এমন প্রস্তাবে সায় দেননি পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা। তাদের চাওয়াতেই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় টুর্নামেন্টটি। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। প্রথমবারের মতো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল খেলতে গেছেন বাংলাদেশের রিশাদ ও নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে রিশাদ আলো ছড়ালেও পেশাওয়ারের জার্সিতে নাহিদের সুযোগ মেলেনি এখনো।


promotional_ad

লাহোরের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন রিশাদ। এদিকে ভারত ও পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে তাদের দুজনের নিরাপত্তা নিশ্চিত করতে পিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরের সঙ্গে ফোনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।


আরো পড়ুন

নাহিদ-বাবরদের পিএসএল ম্যাচ স্থগিত

৮ মে ২৫
পেশাওয়ার জালমির জার্সিতে অনুশীলনে নাহিদ রানা

এ ছাড়া পিসিবি সভাপতি মহসিন নাকভিকেও মেসেজ পাঠিয়েছেন তিনি। এমনকি ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করেছে বিসিবি। শেষ পর্যন্ত বিসিবির সর্বাত্মক প্রচেষ্টায় বিশেষ বিমানে পাকিস্তান ছেড়েছেন রিশাদ ও নাহিদ। দুবাইয়ে পৌঁছার পর আগামীকাল (১০ মে) সকালে বাংলাদেশের বিমান ধরবেন তারা দুজন।


শনিবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন রিশাদ ও নাহিদরা। দুই ক্রিকেটারের পাশাপাশি পিএসএল কাভার করতে পাকিস্তানে গিয়েছিলেন ক্রিকফ্রেঞ্জির প্রতিনিধি তাসফিক শাহরিয়ার পলক ও বিডিক্রিকটাইমের মাহরুশ প্রত্যয়। ক্রিকেটারদের মতো বাংলাদেশের দুই সাংবাদিকের নিরাপত্তাও নিশ্চিত করেছে বিসিবি। তাদের তত্ত্বাবধানে ক্রিকেটারদের ফ্লাইটেই দেশে ফিরে আসছেন তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball