‘শিরোপা জিততে চাইলে বেঙ্গালুরুকে সেরা দুইয়ে থাকতে হবে’

ছবি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আইপিএলের চলতি আসরে দারুণ সময় পার করছে কোহলি-পাতিদাররা। সবশেষ কয়েক বছরে প্রতিপক্ষের মাঠে গিয়ে খুব বেশি সাফল্য না পেলেও এবার চিত্র বদলে দিয়েছে তারা। ২০০৮ সালের পর চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বেঙ্গালুরু। কয়েক বছরে পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারা ম্যাচ জিতেছে ওয়াংখেড়েতেও। আগে যা করতে পারেনি সেটা চলতি মৌসুমে করতে না পারায় অনেকেই বেঙ্গালুরুর হাতে শিরোপা দেখছেন।
শেফার্ডের ১৪ বলে হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর ২ রানের নাটকীয় জয়
৬ ঘন্টা আগে
১৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু ৩ মে চেন্নাইকে ঘরের মাঠে হারাতে পারলে তিন ম্যাচ বাকি থাকতেই সেরা চারে উঠে যেতে পারে। যদিও বেশিরভাগ দলেরই লক্ষ্য থাকে সেরা দুইয়ে থেকে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়ার। বেঙ্গালুরুকেও সেই সুযোগটা নিতে বলছে আকাশ। ভারতের সাবেক ক্রিকেটার মনে করেন, তারা ট্রফি জিততে চাইলে সেরা দুইয়ে থাকতেই হবে।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘২০০৮ সালের পর বেঙ্গালুরু কখনোই চেন্নাইয়ে ম্যাচ জেতেনি। কিন্তু এবার তারা সেটা করেছে। ঘরের মাঠে এটা...। তারা আজকে রাতেই কোয়ালিফাই করতে পারে কিন্তু তাদের নামের পাশে হয়ত ‘কিউ’ থাকবে না। কিন্তু তিন ম্যাচ বাকি থাকতে ১৬ পয়েন্ট, এটা খুবই ভালো একটা অবস্থান।’
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
সেরা দুইয়ে না থেকেও ২০১৬ সালে আইপিএলের শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পুরনো ইতিহাস সামনে এনে বেঙ্গালুরুকে সতর্ক করেছেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘২০১৬ সালে একবারই সেরা দুইয়ের বাইরে থাকা একটা দল শিরোপা জিতেছিল। সুতরাং বেঙ্গালুরু যদি শিরোপা উঁচিয়ে ধরতে চায় তাহলে অবশ্যই তাদের সেরা দুইয়ে থেকে শেষ করতে হবে।’
আইপিএলের চলতি আসরের মেগা নিলামের আগে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। ধারণা করা হচ্ছিল, ক্যারিয়ারের শেষের দিকে আরও একবার বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেন কোহলি। যদিও শেষ পর্যন্ত সেই দায়িত্ব কাঁধে তুলে নেননি তিনি। নতুন অধিনায়ক হিসেবে পাতিদারকে দায়িত্ব এখন পর্যন্ত শিরোপা জিততে না পারা ফ্র্যাঞ্চাইজিটি।
পাতিদারের অধীনে ১০ ম্যাচের সাতটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। আকাশ চোপড়া মনে করেন, ভালো করার পরও পাতিদারের অধিনায়কত্ব নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে পাতিদার খুব ভালো করছে কিন্তু সে লাইমলাইটে নেই। সে ভালো শুরু করেছিল কিন্তু তাকে রানে ফেরা প্রয়োজন। আমি আশাবাদী যখন সবচেয়ে বেশি দরকার হবে তখন সে ডেলিভার করবে।’