ধোনিদের বিপক্ষে সাফল্যের রহস্য জানালেন অক্ষর প্যাটেল

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারে প্রয়োজন ১৭ রান। এমন পরিস্থিতিতে নিশ্চিতভাবেই একজন বিশেষজ্ঞ ডেথ বোলারকে দিয়ে বোলিং করাতে চাইবেন যে কোন দলের অধিনায়ক। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের(আইপিএল) ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিনা বোলিংয়ে নিয়ে আসলেন রবীন্দ্র জাদেজাকে!
দিল্লির পক্ষে ব্যাটিংয়ে তখন সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ওভারের প্রথম বলটা ওয়াইড দিলেন জাদেজা। পরের বলে এক রান নিয়ে ব্যাটিং প্রান্ত বদল করলেন ধাওয়ান। সুযোগ পেয়েই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটো ছক্কা মারেন অক্ষর। চতুর্থ বলে দুই রান নিলে সমীকরন এসে দাঁড়ায় দুই বলে এক রান।

এরপর ওভারের পঞ্চম বলে আবারো ছক্কা মেরে এক বল আগেই দিল্লিকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন প্যাটেল। মাত্র ৫ বলে অপরাজিত ২১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। মূলত দেখেশুনে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারায় সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন অক্ষর।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও বার্তায় ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'যখন আমি দেখলাম শেষ ওভারে একজন বাঁহাতি স্পিনার বল করছে এবং একপাশের সীমানা বেশ ছোট তখন আমি বলে খুব জোরে আঘাত করতে চাইনি শুধু সময়মতো ব্যাটে-বলে সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। আমার লক্ষ্য ছিল দেখেশুনে মারা।'
প্যাটেলের এমন ইনিংস খেলার দিনে অবশ্য দিল্লির জয়ের মূল নায়ক শিখর ধাওয়ান। এদিন শুরুতে ব্যাট করে ফাফ ডু প্লেসির ৫৮ ও আম্বাতি রাইডুর অপরাজিত ৪৫ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৭৯ রান সংগ্রহ করে চেন্নাই।
জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ানের অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংসে জয়ের ভিত পায় দিল্লি। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে স্রেয়াশ আইয়ারের দলটি।