বৈধতা পেল নারিনের বোলিং

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষ সুনীল নারিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইপিএলের বোলিং অ্যাকশন কমিটি। রবিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে কয়েকদিন আগে অভিযুক্ত হন কলকাতার এই তারকা স্পিনার। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর নারিনের বিরুদ্ধে বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন মাঠের আম্পায়াররা।

বোলিং নিয়ে সন্দেহ প্রকাশের পর আইপিএল কমিটি সেটি আমলে নিয়ে পর্যবেক্ষণ শুরু করে। গভীর পর্যবেক্ষণের পর অবশেষে নারিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল বোলিং অ্যাকশন কমিটি জানিয়েছে, 'কেকেআর আইপিএল কমিটিকে নারিনের বিষয়টি পর্যালোচনা করতে অনুরোধ করেছিল এবং তাঁর বোলিংয়ের ধীর গতির ফুটেজ জমা দিয়েছিল। কমিটি বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছে এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নারিনের কনুই যথাযথ মাপে ভাঁজ হয়, যা কিনা অনুমোদিত।'
তবে বোলিং অ্যাকশন বৈধতা পেলেও আইপিএলের এবারের আসরে আর একবার অভিযুক্ত হলে নিষেধাজ্ঞায় পড়তে হবে নারিনকে। এরপর অ্যাকশন বৈধ করে অনুমতি পত্র নিয়ে আবারও বোলিংয়ে ফিরতে হবে তাঁকে।
আইপিএলে এর আগেও নারিনের বোলিং নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। একবার নিষিদ্ধও করা হয়েছিল তাঁর বোলিং। পরে তিনি অ্যাকশন বৈধ করে আবারও ফিরেছেন।