শোয়েবের রেকর্ডে চোখ নরকিয়ার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ গতিতে বোলিং করেছিলেন শোয়েব আখতার। পাকিস্তান গতি তারকার সেই ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ডটি আজও অক্ষুন্ন রয়েছে।
শোয়েবের এই রেকর্ডটিই ভেঙে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার অ্যানরিক নরকিয়া। উপযুক্ত উইকেট এবং সঠিক কম্বিনেশন পেলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির নতুন রেকর্ড গড়তে পারবেন বলে মনে করেন তিনি।

গত বুধবার (১৪ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে গতির ঝড় তোলেন নরকিয়া। রাজস্থানের ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে ১৫৬.২ কিলোমিটার গতিতে বোলিং করেন তিনি। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ দ্রুতগতির বল।
রেকর্ড গতিতে বোলিং করা এই প্রোটিয়া এবার নতুন লক্ষ্য নিয়ে সামনে এগোতে চান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা নরকিয়া একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, 'এটি এমন কিছু যেটা আমার মধ্যে রয়েছে এবং এটা অবশ্যই এমন কিছু যেটা আমি করতে চেয়েছিলাম। হয়তো ভালো উইকেট, উত্তেজনাকর মুহূর্ত এবং সঠিক কম্বিনেশন পেলে এই আইপিএলে কিংবা ভবিষ্যতে আমি রেকর্ডটি ভাঙতে পারবো।'
এবারের আইপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে নিয়মিতই বল করে আসছেন নরকিয়া। রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচটিতে ইনিংসের তৃতীয় ও নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলটি ১৪৮ কিলোমিটার গতিতে করেন তিনি।
এরপর বাকি পাঁচ বল তিনি করেন যথাক্রমে ১৫২.৩, ১৫২.১ ১৪৬.৪ কিমি, ১৫৬.২ কিমি ও ১৫৪.৮ কিলোমিটার গতিতে। আইপিএলে এর আগে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটি ছিল নরকিয়ারই স্বদেশী ডেল স্টেইনের। ২০১২ সালের আইপিএল আসরে ১৫৪.৪ কিলোমিটার গতিতে বোলিং করেন এই প্রোটিয়া পেসার।