promotional_ad

'তুমি আমার দিন নষ্ট করেছ', ওয়ার্নারকে স্যামসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম শতক হাঁকিয়েছেন সাঞ্জু স্যামসন। কিন্তু তাঁর দুর্দান্ত শতকটি ম্লান হয়ে গেছে হায়দ্রাবাদ ওপেনার ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে। ওয়ার্নার স্যামসনের দিনটি নষ্ট করে দিয়েছে, অজি এই বাঁহাতি ব্যাটসম্যানকে বলেছেন স্যামসন।


স্যামসনের ৫৫ বলে ১০২ রানের ইনিংসে ভর করে হায়দ্রাবাদের বিপক্ষে ১৯৮ রান সংগ্রহ করেছিল রাজস্থান। জবাবে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'র পূর্ণ সুবিধা কাজে লাগিয়েছেন ওয়ার্নার। তাঁর তাণ্ডবে ছয় ওভারে ৬৯ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ।


promotional_ad

শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হলেও দলের জয়ের পথ সহজ করে দিয়েছিলেন ওয়ার্নার। শেষ পর্যন্ত বিশাল লক্ষ্য এক ওভার হাতে রেখেই জিতে যায় হায়দ্রাবাদ। ম্যাচ শেষে স্যামসন জানিয়েছেন, পাওয়ার প্লে'তে ওয়ার্নারের সেই দুর্দান্ত ব্যাটিংয়েই হেরেছে তাঁর দল। 


'তুমি আমার দিন নষ্ট করেছ। একটি শতক তোমার জন্য যথেষ্ট নয়। যেভাবে তুমি ব্যাটিং করেছ, ইনিংস শুরু করেছ, আমরা পাওয়ার প্লে'তেই হেরে গেছি। তোমার মতো কারো বিপক্ষে আমাদের ২৫০ রান সংগ্রহ করতে হবে। তুমি সত্যিই অসাধারণ,' ওয়ার্নারকে বলেছেন তিনি।


এবারের আসরে হায়দ্রাবাদের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৩ বলে ৮৫ রান করে দলকে এনে দিয়েছিলেন লড়াই করার পুঁজি।


যদিও সে ম্যাচে পরাজিত হয়েছিল হায়দ্রাবাদ। কিন্তু নিজের ব্যাটিং সামর্থ্য দেখাতে পিছপা হননি ওয়ার্নার। আইপিএলের দ্বাদশ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক অস্ট্রেলিয়ান এই তারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball