দশ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ওপেনার

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সবধরণের ক্রিকেট থেকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের বাঁহাতি ওপেনার নাসির জামশেদকে। শুক্রবার বাঁহাতি এই ওপেনারের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই নিষেধাজ্ঞার আগে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন নাসির। যা চলতি বছরের এপ্রিলে গিয়ে শেষ হয়েছিল। কিন্তু কিন্তু বিচার চলছিল পিসিবির দুর্নীতি দমন বিধি ভঙ্গের আরও সাতটি অভিযোগে।

আর সাতটির পাঁচটিতেই দোষী প্রমানিত হয়েছেন তিনি। সব মিলিয়ে যেকারণে তাকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবির তিন সদস্য বিশিষ্ট স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনাল।
গেল বছর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। এর পর থেকে চলছিল অন্যান্য অভিযোগের বিচার। অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তদন্তের পর পিসিবি জানিয়েছে,
'জামশেদই ফিক্সিং কেলেঙ্কারির মূল হোতা। বাজিকরদের হয়ে বিভিন্ন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া ও তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের কাজ করতেন এই বাঁহাতি ব্যাটসম্যান।'
এদিকে এই নিয়ে ২০১৭ সালের পিএসএলে ফিক্সিংয়ের দায়ে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে শাস্তি পেলেন নাসির। এর আগে জরিমানা গোনাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান।