প্রথম ক্রিকেটার হিসেবে ‘গুরুতর চোটের’ বদলি ভারতের সৌরভ

ছবি: ফাইল ছবি

ঘটনাটি ঘটে, ভারতের ঘরোয়া টুর্নামেন্ট দুলীপ ট্রফিতে। ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোনের সেমিফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১ রান করেছেন হার্ভিক। উইকেটকিপিং করার সময় উরুর চোটে পড়েন এবং ম্যাচ থেকে ছিটকে যান। প্রথম ইনিংসে ৬০০ রান তোলে সেন্ট্রাল জোন। যার ফলে প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পায় তারা।
৩৪২ রানে হারের পর সাউথ আফ্রিকার জরিমানা
৮ সেপ্টেম্বর ২৫
দ্বিতীয় ইনিংসে হার্ভিকের জায়গায় ব্যাটিং করতে নামেন সৌরভ। সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে পান্তের ইনজুরির ঘটনায় অনেক সাবেক ক্রিকেটারই গুরুতর চোটের বদলি নামানোর নিয়ম চেয়েছিলেন। সবার এমন আগ্রহের পর পূর্ণ সদস্য দেশের ঘরোয়া ক্রিকেটে ফুল টাইম বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করে আইসিসি।

জানিনা সে আমাকে চিনতে পারবে কিনা, গিলের উদ্দেশ্যে সিমরানজিৎ
১৯ ঘন্টা আগে
হ্যামস্ট্রিং কিংবা মাংসপেশির টানের বাইরে কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে তাঁর বদলি নামাতে পারবে দলগুলো। ঘরোয়া ক্রিকেটে এমন নিয়ম ট্রায়াল দেয়ার পরামর্শ দেয় আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানানোয় ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া ক্রিকেটে এটি যুক্ত করে বিসিসিআই। সেই নিয়মে হার্ভিকের বদলি হিসেবে ওয়েস্ট জোনের একাদশে সুযোগ পেয়েছেন সৌরভ।
প্রথম ক্রিকেটার হিসেবে নতুন নিয়মে বদলি হিসেবে নেমেছেন মহারাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটার। যদিও সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি তিনি। অফ স্পিনার সারাংশ জৈনের বলে ফেরার আগে ৩১ বলে মাত্র ৯ রান করেছেন সৌরভ। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড নেয়ায় দুলীপ ট্রফির ফাইনালে উঠে গেছে সেন্ট্রাল জোন। যেখানে তাদের প্রতিপক্ষ সাউথ জোন।