ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে আইপিএল ১১

দেশ · ভারত
ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে আইপিএল ১১
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

আগামী বছরের মাঝের দিকে বসছে (২০১৮ সালে) ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এগারতম আসর। এই আসরকে ঘিরে বিভিন্ন নীতিমালায় আনা হচ্ছে নানান ধরণের পরিবর্তন। 

আইপিএলের আসরগুলোতে এর আগে তিনজন পুরনো ক্রিকেটার দলের সঙ্গে রেখে দেওয়া যেতো। তবে এবার তিনজনের বেশি ক্রিকেটার যেন দলগুলো ধরে রাখতে সে প্রস্তাবনা দেওয়া হয়েছিল দলগুলোর পক্ষ থেকে।

মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে আইপিএল গর্ভনিং কাউন্সিল আর ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত প্রশাসন কমিটির সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিলো। শেষে সিদ্ধান্ত নেও???া হয় দলগুলো তিনজন নয়, বরঞ্চ পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে পারবে সামনের আইপিএল থেকে।

ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে দলগুলো ভারতের জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ধরে রাখতে পারবে, সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে এবং সর্বোচ্চ দুইজন জাতীয় দলে না খেলা ভারতীয় ক্রিকেটার ধরে রাখতে পারবে।

অর্থাৎ সব মিলিয়ে পাঁচজনের বেশি ক্রিকেটার ধরে রাখার সুযোগ নেই তাদের কাছে। একইসাথে নিলামে দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে।

যদিও বেশ কিছু ফ্রাঞ্চাইজির ভিন্নমত ছিল দলের টাকা খরচের অংক নিয়ে। কিছু ফ্রাঞ্চাইজি চেয়েছে দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি হোক, আবার কিছু ফ্রাঞ্চাইজি চেয়েছিল সর্বোচ্চ খরচের অংকটা ৭৫ কোটি রুপি হোক। শেষমেশ সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি হবে-- এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: this topic