এ বছর এশিয়া কাপের সম্ভাবনা দেখছেন না হার্শা ভোগলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নির্ধারিত সময়েই ভারত সিরিজের আশায় বিসিবি সভাপতি
১৪ ঘন্টা আগে
জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এ বছর আর মাঠে গড়াচ্ছে না এশিয়া কাপ। মূলত ভারতের ব্যস্ত সূচির কারণেই এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের জুনের মাঝামাঝি মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের। একই সময়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (১৮-২২ জুন)।

এ প্রসঙ্গে হার্শা বলেছেন, 'এশিয়া কাপের সূচি রয়েছে যা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আমি এটা হওয়ার সম্ভাবনা দেখছি না। এশিয়া কাপের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজটি কখন হবে সেটাও জানি না। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ জুন থেকে এবং ভারত আবার ইংল্যান্ডে যাবে ২০ জুলাইয়ের মধ্যে তাদের বিপক্ষে ৪ আগস্ট প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডে যাওয়ার আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা দেখছি না।'
অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর, প্রভাব পড়ছে এশিয়া কাপেও
২ মে ২৫
গত সপ্তাহেই টাইমস অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয় তবে সেখানে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত।
করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় ২০২১ সালে।
২০২০ এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। যদিও তারা এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কার সঙ্গে অদল-বদল করেছে। এর ফলে ২০২২ এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান।