promotional_ad

জৈব সুরক্ষা বলয়ের অভিজ্ঞতা জানালেন ইয়াসির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাকালে ভিন্ন আঙ্গিকে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রথমবারের মতো জৈব সুরক্ষা বলয়ে আবদ্ধ হয়ে ক্যাম্পে অংশ নিয়েছেন তাঁরা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীও।


জৈব সুরক্ষা বলয় নিয়ে আজ অনুশীলন শেষে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই উদ্যোগকে (জৈব সুরক্ষা বলয়) স্বাগতই জানিয়েছেন তিনি।


promotional_ad

ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এই ব্যাটসম্যান বলেন, 'করোনার পর আমরা জাতীয় দলের ক্যাম্প করছি। বায়ো বাবলের মধ্যে আমরা ক্যাম্পটা করছি, এটা একটা নতুন অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতাটা খারাপ না।'


করোনাভাইরাসের এই সময়কালে পূর্ণ নিরাপত্তা পাওয়ায় বেশ সন্তুষ্ট ইয়াসির। জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে নিশ্চিন্তে অনুশীলন কার্যক্রমও অতিবাহিত করতে পারছেন তিনিসহ বাকি ক্রিকেটাররা। যদিও এর বাইরে গেলে করোনা সংক্রমণের শঙ্কা থাকছেই।


এই প্রসঙ্গে ইয়াসিরের ভাষ্য, 'সত্যি কথা বলতে আমরা একটু আতঙ্কিত যে বাইরে গেলে কি হবে, আক্রান্ত হয়ে যাবো কীনা এসব ভেবে। এই ব্যাপারটা এখন আমাদের মন থেকে একটু দূরে থাকছে যে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকলে আমরা নিরাপদ থাকবো। এই চিন্তা মাথায় রেখেই সুন্দরভাবে অনুশীলন করতে যাচ্ছি।'


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ইয়াসির আলী চৌধুরী। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫১ ম্যাচে ৫১.৩৩ গড়ে ৩ হাজার ৫৪২ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৮টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি।


এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ৭৩ ম্যাচে ৩৬.৫৬ গড়ে এক হাজার ৮২৮ রান করেছেন ইয়াসির। এখানে ২টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। আর ৩০ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫৭৬ রান। এই ফরম্যাটে ৪টি হাফ সেঞ্চুরির মালিক তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball