জৈব সুরক্ষা বলয় নিয়ে ধারণা দিলেন দেবাশীষ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সফর হচ্ছে এমনটা ধরে নিয়েই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জৈব সুরক্ষা বলয়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই বলয়ের কাজ সম্পর্কে একটি ভিডিও বার্তায় ধারণা দিয়েছেন বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এই বলয়ের আওয়তায় ক্রিকেটার এবং স্টাফরা ছাড়াও যানবাহন, রেস্তোরা এবং জিমের তৈজসপত্রও থাকছে বলে জানিয়েছেন তিনি।

দেবাশীষ বলেন, বিসিবি জৈব সুরক্ষিত পরিবেশ তৈরির মাধ্যমে ক্রিকেটে অংশগ্রহণ করা ক্রিকেটারদের ঝুঁকি কমানোর চেষ্টা করছে। এই সুরক্ষা বলয়ের আওতায় খেলোয়াড়দের অবস্থানকারী হোটেল, রেস্টুরেন্ট, যে যানবাহন দিয়ে তাঁরা মাঠে যাওয়া আসা করবে, জিম, সুইংমিংপুল এবং অন্যান্য ট্রেনিং ফ্যাসিলিটিজ এর সবই এই বলয়ের আওতায় থাকবে।'
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে পর্যন্ত এই জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে রাখা হবে ক্রিকেটারদের। দেবাশীষের দেয়া তথ্যমতে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া খেলোয়াড়রা ছাড়াও হোটেলের কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরাও এই বলয়ের অন্তর্ভুক্ত থাকবেন।
বিসিবির এই চিকিৎসকের ভাষায়, 'শ্রীলঙ্কা সফরের আগে পর্যন্ত আমরা এই বলয়টি মেনে চলার চেষ্টা করছি। এর বাইরে যারা হোটেলের কর্মচারী আছেন, মাঠকর্মী, ক্লিনাররা আছেন যাদের ক্রিকেটারদের কাছে আসার সম্ভাবনা রয়েছে তাদেরকেও আমরা পরীক্ষা করে এবং ফলাফল নেগেটিভ হলে এই বলয়ে আনবো।'
দেবাশীষ আরো যোগ করেন, 'এই জৈব সুরক্ষিত বলয় তৈরির মাধ্যমে এবং এটা নিশ্চিত করার মাধ্যমে আমরা চেষ্টা করছি ক্রিকেটে অংশগ্রহণ যেন সুরক্ষিত থাকে এবং ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা নির্বিঘ্নে খেলা চালিয়ে যেতে পারে।'