অস্থায়ী স্পন্সরের খোঁজে বিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাকালে স্পন্সর সংকটে ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে মুমিনুল হকদের শ্রীলঙ্কা সফর থাকলেও এখন পর্যন্ত কোনো স্পন্সর জোগাড় করতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য জানিয়েছেন অস্থায়ীভাবে একটি স্পন্সর আনার চেষ্টা করছেন তারা। বিশেষ করে আসন্ন সফরে স্পন্সর ছাড়া যেন থাকতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে তৎপর বিসিবি।

নিজাম উদ্দিন বলেছেন, 'শ্রীলঙ্কা সফরের জন্য স্পন্সর আনার চেষ্টা করছি । এরপর লম্বা সময়ের জন্য আমরা চেষ্টা করবো। এই সময়ের মধ্যে মার্কেটের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আমরা সেসময় পর্যন্ত খুব একটা তাড়াহুড়ো করছি না।'
করোনার প্রাদুর্ভাবে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে মাঠের ক্রিকেট। সেকারণে জাতীয় দলের স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেনি কোনো প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন টাইগাররা।
নিজাম উদ্দিন তাই বললেন, 'এই মুহূর্তে আমাদের জাতীয় দলের কোনো স্পন্সর নেই। যদি খেলা না হয় তাহলে স্পন্সররা আসবে না। এখন পর্যন্ত আমরা দলের জন্য স্পন্সর খুঁজছি। আমরা অস্থায়ীভাবে একটি স্পন্সর আনার চেষ্টা করবো।'
চলতি বছরের ৮ জানুয়ারি নতুন স্পন্সরের জন্য চুক্তির দরপত্র আহ্বান করেছিল বিসিবি। ২৬ জানুয়ারি পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা থাকলেও কোনো প্রতিষ্ঠান স্পন্সর হতে আগ্রহ দেখায়নি। ফলে পাকিস্তানের বিপক্ষে গত রাওয়ালপিন্ডি টেস্টে স্পন্সর ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য অস্থায়ী স্পন্সর হিসেবে যুক্ত হয় বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান আকাশ ডিটিএইচ। তবে সেই সিরিজের পর আবারো স্পন্সরশীপ সংকটে পড়েছে ক্রিকেট বোর্ড।