'বিশ্বকাপে ভালো করার রাস্তা খুঁজে পেয়েছে সাকিবরা'

ছবি:

টেস্ট সিরিজে সাকিব আল হাসানের অধীনে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু টি-টুয়েন্টি সিরিজে দেখা গিয়েছে ভিন্ন বাংলাদেশকে। অধিনায়ক সাকিবের হাত ধরেই টি-টুয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাজিমাত করেছে টাইগাররা।
টি-টুয়েন্টি সিরিজে দলগত পারফর্মেন্স উপহার দিয়েছে টাইগাররা। আর অধিনায়ক সাকিব তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এমনটাই মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
রবিবার টাইগাদের সিরিজ জয়ের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। সেখানে তিনি অধিনায়কের প্রশংসা করার পাশাপাশি দলের সবার অবদান নিয়ে কথা বলেন। নান্নুর ভাষায়,

একটা অধিনায়ক যখন তার দল নিয়ে একটা ফরম্যাটে ভালো করতে না পারে তখন আপনাআপনি তার ভেতরে অন্য ফরম্যাটে ভালো করার ইচ্ছাটা চলে আসে। কিভাবে দলকে চাঙ্গা করতে পারি, দলকে চালাতে পারি, হয়তো এই জিনিষটাই কাজে দিয়েছে। আগে কিন্তু এটা দেখা যায়নি।
অধিনায়কের পাশাপাশি দলের অবদানও অনেক। প্রত্যেকেই একে অপরকে চাঙ্গা রাখার চেষ্টা করছিল মাঠে। এক কথায় দলীয় প্রচেষ্টা এবং টোটল পারফর্মেন্সে ছিল এই জন্য এভাবে পারফর্ম করতে পেরেছে ওরা।
এদিকে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস নান্নুর। তিনি মনে করেন সিরিজ সিরিজ দিয়েই টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ উন্নতি শুরু করবে। তিনি আরও বলেন,
'দল পারফর্ম করলে সবদিক দিয়ে সব পজিটিভ থাকে। সাকিব দলের ফ্রন্টলাইন বোলার, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। দলকে দারুন ভাবে পরিচালিত করেছে সে। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে, আমি মনে করি ভালো করার রাস্তা খুঁজে পেয়েছি আমরা।'