কোচ হয়ে আবারো বিসিবিতে হান্নান

হান্নান সরকার, ক্রিকফ্রেঞ্জি
প্রায় নয় বছর নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করার পর আবাহনী লিমিটেডের কোচ হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়েন হান্নান সরকার। মাসখানেক পর এবার কোচ হয়ে বিসিবিতে ফিরলেন সাবেক এই ওপেনার। তিনি এবার দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে।

promotional_ad

বিসিবির অধীনে চলতি জুনেই কাজ শুরু করতে যাচ্ছেন হান্নান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি নিজেই নিশ্চিত করেছেন তার নতুন দায়িত্বের কথা।


আরো পড়ুন

‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’

১৬ এপ্রিল ২৫
৬ উইকেট নিয়ে পিএসএলে ফজল মাহমুদ ক্যাপের মালিক এখন রিশাদ হোসেন, লাহোর কালান্দার্স

'নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি।'


promotional_ad

বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ সময় কাজ করা এই সাবেক ব্যাটার আরো বলেন, 'তারপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে।'


আরো পড়ুন

কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস

১ সেপ্টেম্বর ২৫
অ্যাশলে রস

জাতীয় দলের নির্বাচক হিসেবে এক বছর পূর্ণ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে নিজ থেকেই দায়িত্ব ছাড়েন হান্নান। পরে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে ঢাকা লিগে সফল এক মৌসুম পার করেন। দলকে শিরোপা জেতানোর পর এবার নতুন মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।


বিকেএসপিতে আগামী সোমবার শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন ভূমিকায় কাজ শুরু করবেন হান্নান। তিন দলের এই টুর্নামেন্ট থেকেই গঠিত হবে অনূর্ধ্ব-১৭ দল।


'আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, ইনশাআল্লাহ্‌ সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball