পাকিস্তান সফরে যেতে সরকারের ‘মৌখিক অনুমতি’ পেয়ে চিঠির অপেক্ষায় বিসিবি

ছবি: ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের কারণে শঙ্কা তৈরি হয় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। যুদ্ধ বিরতির আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছিলেন, পাকিস্তান সফর খানিকটা অনিশ্চতই। তবে দুই দেশের যুদ্ধ বিরতিতে আবারও দুয়ার খোলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের।
শ্রীলঙ্কান বোলারদের থেকেই উইকেট নেয়ার রসদ খুঁজছে বাংলাদেশ
১১ ঘন্টা আগে
১০ মে এক বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের প্রায়োরিটির শীর্ষে ক্রিকেটার, কোচ ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের সঙ্গে আলোচনা পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি। ফয়সালাবাদ ও লাহোরে যাওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে ফারুকের বোর্ড। যেখানে মৌখিকভাবে পাকিস্তান যাওয়ার সবুজ সংকেত পেয়েছেন তারা।

বিসিবির বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের মৌখিকভাবে অনুমতি দেয়া হয়েছে। আমরা এখন আনুষ্ঠানিক চিঠির জন্য অপেক্ষা করছি। চিঠি পেলেই পিসিবির সঙ্গে আলোচনা করে পুরো সফরটা নিশ্চিত করব। কবে নাগাদ সিরিজটা খেলা হবে সেটাও তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া
১৫ ঘন্টা আগে
ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে পিছিয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নতুন সূচি অনুযায়ী, ১৭ মে আবারও মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। এদিকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আপাতত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ। পুরনো সূচি অনুযায়ী, ২১ মে পাকিস্তানের বিমান ধরার কথা ছিল লিটন দাসদের।
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The BCB has received verbal approval from the Bangladesh government to tour Pakistan. Once they receive the official letter, they will finalise the tour.</p>— Mominul Islam (@MominulCric) <a href="https://twitter.com/MominulCric/status/1922987646256640141?ref_src=twsrc%5Etfw">May 15, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
২৫ মে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পিএসএল পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পেছানো হয়েছে সিরিজটি। কয়েকদিন আগে পিসিবির পক্ষ থেকে একটি পরিবর্তিত সূচি প্রস্তাব করা হয়েছে। ওই সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। লাহোরে পরের তিন ম্যাচ হওয়ার কথা ৩০ মে, ১ ও ৩ জুন।