‘অধিনায়ক’ লিটনের কাছে অনেক প্রত্যাশা নাসিরের

ছবি: নাসির হোসেন (বামে) ও লিটন দাস (ডানে), ক্রিকফ্রেঞ্জি

লিটনের অধিনায়কত্ব নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা, বিশ্লেষণ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার নেতৃত্বগুণেও নিজেকে প্রমাণ করতে হবে ডানহাতি এই ব্যাটারকে। অনেকেই মনে করছেন, লিটনের হাতে তুলে দেয়াটা ছিল সময়ের দাবি। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একসময়ের জাতীয় দলের নিয়মিত মুখ নাসির হোসেনও।
জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের
৭ এপ্রিল ২৫
নাসির বলেন, 'যদি নিজের খেলাটা খেলে তাহলে ভালো খেলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওর।'
শুধু অধিনায়ক লিটন নয়, সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান নিয়েও আশাবাদী নাসির। তবে তার মতে, বারবার নেতৃত্ব বদলালে ক্ষতি হবে খেলোয়াড় ও দলের। আর তাই মেহেদীকেও লম্বা সময়ের জন্যই চান তিনি।

অধিনায়কত্বকে চাপ হিসেবে নিচ্ছেন না লিটন
১২ মে ২৫
নাসির আরো বলেন, 'শেখ মেহেদী অনেক টেলেন্টেড একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয় যদি দিয়ে থাকে তাহলে যেন লম্বা সময়ের জন্য দেয়। এমন না হয় যে একটা বা দুইটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।'
শুধু নেতৃত্ব নয়, বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো নিয়েও চিন্তিত নাসির। তার মতে, সুযোগ-সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে দেশ।
তিনি বলেন, 'ইন্ডিয়ার একটা স্কুলেরও যে সুযোগ সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটি নেই। সে অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে, তবে আরো ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারতো আশা করি, সব সময় যেন ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনুক।'