ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে গেল বাংলাদেশ

ছবি: ফাইল ছবি

এমনকি পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কারণে ম্যাচ খেলার সুযোগ পায়নি পাকিস্তানের সঙ্গে। এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে। আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে এক ধাপ পিছিয়ে গেছে তারা।
বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছেন খালেদ-শরিফুলরা
৪৪ মিনিট আগে
৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ১০ নম্বরে অবস্থান করছেন শান্ত-লিটন দাসরা। ২০২৪ সালের মে মাসের পর থেকে এক বছরের শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে ৫০ শতাংশ। যা নিয়ে বাৎসরিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত।

এ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজে দাপুটে পারফরম্যান্স করে শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হওয়া নিউজিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুইয়ে। তাদের প্রতিবেশি অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের হিসেবে পেছনে পড়ে গেছে অজিরা।
আইসিসি র্যাঙ্কিংয়ে নাহিদা-শারমিন-রিতুর উন্নতি
২২ এপ্রিল ২৫
ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা শ্রীলঙ্কার পয়েন্ট বেড়েছে ৫। যার ফলে চার নম্বরে উঠে এসেছে লঙ্কানরা। ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ৪ পয়েন্ট হারানো সাউথ আফ্রিকা ছয় নম্বরে অবস্থান করছে। ৪ পয়েন্ট বেড়ে যাওয়ায় উন্নতি হয়েছে আফগানিস্তানেরও। ৯১ পয়েন্ট নিয়ে রশিদ খানরা আছেন সাত নম্বরে। তাদের নিচে নেমে গেছে ইংল্যান্ড।
২০১৯ সালে বিশ্বকাপ জেতা ইংলিশরা ৪ পয়েন্ট হারিয়ে নেমে গেছে অষ্টম স্থানে। সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলা ওয়েস্ট ইন্ডিজের ৫ রেটিং পয়েন্ট বেড়েছে। যার ফলে বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা। আগের মতো টি-টোয়েন্টি ও টেস্টে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।